Bartaman Patrika
শিল্প -বাণিজ্য
 

ফ্লিপকার্ট কিরানার মাধ্যমে
স্বাবলম্বী হচ্ছে ভারতের ছেলে-মেয়েরা

ফ্লিপকার্ট কিরানার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের ছেলে-মেয়েরা স্বাবলম্বী হচ্ছেন। লকডাউনে যেখানে অনেকেই কাজ হারিয়েছেন। আর্থিক সমস্যার মুখে পড়েছেন। তখন এই প্রোগ্রাম তাঁদের মুখে হাসি ফুটিয়েছে। ই-কমার্সের এই প্রোগ্রামের মাধ্যমে তাঁরা যেমন আর্থিক ভাবে সবল হয়েছেন। তেমনই নিজেদের স্বপ্ন পূরণও করতে পেরেছেন তাঁরা। 

ফ্লিপকার্ট কিরানার হাত ধরে ধীরে ধীরে স্বাবলম্বী হচ্ছে দেশের ছেলে-মেয়েরা। ব্যাপারটা কী বোধহয় ঠিক বোধগম্য হল না তাই না? ই-কমার্স সাইট ফ্লিপকার্ট নতুন একটি প্রোগ্রাম দেশজুড়ে লঞ্চ করেছে। যার মাধ্যমে ছোট ব্যবসায়ী বং এমএসএমই গ্রুপের ব্যক্তিরা উপকৃত হতে পারেন। এই নতুন প্রোগ্রামের নাম ফ্লিপকার্ট কিরানা। সংস্থার দাবি, এর মাধ্যমে দেশের অসংখ্য ছোট ব্যবসায়ীরা যেমন আর্থিক লাভবান হবেন তেমনই তাঁরা তাদের স্বপ্নও পূরণ করতে পারবেন। আসুন ব্যাপারটা একটি উদাহরণের মাধ্যমে বোঝানো যাক।



বহুদিন বাদে বীণা তাঁর স্কুলের কাছে বেড়াতে এসেছে। পুরোনো সকল স্মৃতি রোমন্থন করছে। সেই সময়ই স্কুলের সামনে থাকা মুদিখানার দোকানের দিকে চোখ পড়ে তাঁর। মনে পড়ে ছোটবেলায় এ দোকান থেকে কত পপিন্স, হরেকরকম লজেন্স সে কিনেছে। একছুটে দোকানের সামনে চলে যায়। দেখা করে মালকিনের সঙ্গে, যাকে সে মাসি বলে ডাকত। বহুদিন পরে বীণাকে দেখতে পেয়ে খুশি হন তিনি। কথায় কথায় উঠে আসে কাজকর্মের কথা। দোকানের মালকিন জানান, এখন আর আগের মতো ব্যবসা চলে না। বহু মাল কিনলেও অনেক সময়ই তা বিক্রি হয় না। কমেছে খদ্দেরও। মুশকিল আসানে এগিয়ে আসে বীণা। জানায় ফ্লিপকার্ট কিরানার কথা। ততক্ষণে মালকিনের মেয়ে দোকানে এসেছে। সেও ব্যাপারটা শুনে উৎসাহিত হয়। বীণা তাঁকে জিজ্ঞাসা করে তাঁর আধার, প্যান এবং ড্রাইভিং লাইসেন্স রয়েছে কী না? জবাবে হ্যাঁ শুনে বিনা বলে ব্যাস তাহলে তো আর কোনও ব্যাপারই নেই। ফ্লিপকার্ট অ্যাপের মাধ্যমে কিরানায় নাথ নথিভুক্ত করে অনবোর্ডিং করিয়ে দেয়। এরপর সংস্থার তরফ থেকে একটি ভেরিফিকেশন হয়। যার নাম নথিভুক্ত করা হয়েছে তার সঙ্গে দেখা করতে আসে সংস্থার এক বিজনেস ম্যানেজার। তাঁকে ডকুমেন্ট সাবমিট করতে হয়।সামান্য কয়েকটা প্রসেস এর পর সংস্থার আপনার চারদিনের ট্রেনিং হবে। তারপর আর কী অ্য উইন্ডো অব অপারচুনিটির মাধ্যমে শুরু হয়ে যাবে আপনার কাজ। সংস্থার পক্ষ থেকে আপনাকে একটি কয়েকটি ব্যাগও দেওয়া হবে। তাতে জিনিস ভরে নিজের স্কুটি বা বাইকে চড়ে অর্ডার অনুযায়ী গ্রাহকদের বাড়ি বাড়ি পৌঁছে দিতে হবে জিনিসপত্র।

কিন্তু টাকাকড়ি পাবেন কী ভাবে? সেই কথাই ভাবছেন তো? সেটা আরও সহজ। মাসে দুবার ফ্লিপকার্টের পক্ষ থেকে সরাসরি আপনার অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে। এছাড়া ইন্সেন্টিভ প্রোগ্রামের মাধ্যমে সেই টাকার পরিমাণ বাড়ানোর সুযোগও পাবেন আপনি। শিলংয়ের ইফনি কুরবা এবং ইন্ডালিন খারখারান নামের দুই যুবতীও ফ্লিপকার্টের এই প্রোগ্রামের মাধ্যমে স্বাবলম্বী হতে পেরেছেন। ইন্ডালিনের ছোট বেলার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। ভাগ্যচক্রে সেই সুযোগ মিলেও গেল। ফ্লিপকার্টের এক সামগ্রী ডেলিভারি দেওয়ার সময় দেখা হয় এক স্কুলে প্রিন্সিপালের সঙ্গে। কথায় কথায় তাঁকে মনে কথা জানায় সে। এরপরই ইভিনিং স্কুলে পার্ট টাইম টিচার হিসেবে তাঁকে নিয়োগ করেন ওই ব্যক্তি। শিক্ষকতার কাজের পাশাপাশি কিরানাতেও সমানতালে কাজ চালিয়ে যাচ্ছেন ইন্ডালিন। তিনি জানিয়েছেন, ফ্লিপকার্টের মাধ্যমেই দু’হাতে রোজগার করার সুযোগ মিলেছে। কালিম্পংয়ের প্রণয় এবং তাঁর দিদির একটি ক্যান্টিন খুলেছিলেন। কিন্তু লকডাউনের ফলে তা বন্ধ হয়ে যায়। সংসার কী ভাবে চলবে এই চিন্তা কুরে কুরে খেতে থাকে তাঁকে। এইসময় তাঁর এক বন্ধু তাঁকে জানায় কালিম্পংয়ে ফ্লিপকার্টের নতুন অফিস খুলছে। লোক নেওয়া হচ্ছে সেখানে। শুনেই সেখানে গিয়ে কাজের আবেদন করে প্রণয়। কিরানায় নাম নথিভুক্ত হয়ে যায় তাঁর। কালিম্পংয়ে নানা জায়গায় লাগাতার পার্সেল ডেলিভারি করতে থাকেন। সেই বছরই বেস্ট পারফর্মার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পান তিনি। এরপর আর কী টাকা জমিয়ে কিনে ফেলেন একটি গাড়ি। এই গাড়ি কেনার ফলে আগের তুলনায় বর্তমানে অনেক বেশি পার্সেল ডেলিভারি করতে পারছেন বলে জানিয়েছেন প্রণয়। ভবিষ্যতে বড় ব্যবসায়ী হওয়ার ইচ্ছ রয়েছে। তাঁর আশা সেটিও ফ্লিপকার্টের মাধ্যমে খুব তাড়তাড়ি সম্ভবপর হবে। গৌহাটির রানি রামপালের স্বপ্ন ছিল বড় ডান্সার হওয়ার। কিন্তু আর্থিক সমস্যার ফলে তা পূরণ হয়নি। মাঝপথেই ডান্স স্কুল ছেড়ে দিতে হয় তাঁকে। কিন্তু ফ্লিপকার্ট কিরানায় টাইম ফ্লেক্সিবেল হওয়ায় কাজ এবং ডান্স দুটোই করতে পারছেন রানি। একই ভাবে দিল্লির আমনও ফ্লিপকার্ট কিরানার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণে সফল হয়েছে। লকডাউনে কোথাও কাজ পাচ্ছিলেন না তিনি। কিন্তু সংস্থার এই প্রোগ্রামের মাধ্যমে সংসারের দায়িত্বও তুলে নিয়েছেন নিজের কাঁধে। দেশজুড়ে এমন নজির ভুরিভুরি রয়েছে। আর তা সবই সম্ভব হয়েছে ফ্লিপকার্টর মাধ্যমে।

05th  December, 2021
বামচামসের শীতের পোশাক বাজারে

শীতে আরাম। বাজারে এল ‘বামচামস’-এর পোশাক সম্ভার। হোসিয়ারি সংস্থা রূপা অ্যান্ড কোম্পানির ব্র্যান্ড ‘বামচামস’ পুরুষ, মহিলা ও বাচ্চাদের জন্য পোশাক এনেছে। সেই তালিকায় রয়েছে ‘হুডি’, যা শুধু আরাম দেবে তাই নয়, এই পোশাকগুলি যথেষ্ট দেখনসই এবং কেতাদুরস্ত, দাবি রূপার। বিশদ

04th  December, 2021
জীবনে এগিয়ে চলার পথ 
গড়ে ফ্লিপকার্ট, হয় স্বপ্নপূরণও

ই-কমার্স ফ্লিপকার্টের মাধ্যমে থমকে যাওয়ার জীবনে গতি ফিরে পেয়েছেন কমল প্রসাদ। দুর্ঘটনায় হাত খুইয়ে জীবনের সমস্ত আশা যখন অস্তমিত। তখনই রূপকথা কাহিনীর মতো জীবনের মোড় ঘুরিয়ে দেয় ফ্লিপকার্ট। মেলে কাজের সন্ধান। আর্থিক এবং মানসিক ভাবে সবল হন তিনি। পাশাপাশি হয় স্বপ্নপূরণও। 
বিশদ

03rd  December, 2021
পাট কেনাবেচা নিয়ন্ত্রণে রাজ্যে পৃথক
জুট ডাইরেক্টরেট গঠনের পথে নবান্ন

গুদাম উপচে পড়েছে লক্ষ লক্ষ টন সোনালি সুতোয়। কিন্তু অনুকূল পরিস্থিতি থাকা সত্ত্বেও বাংলার একশ্রেণির অসাধু মজুতদারের সৌজন্যে বাজারে কাঁচাপাটের জোগান অস্বাভাবিক কম। তৈরি হয়েছে জোগানের কৃত্রিম সঙ্কট। ফলে ঐতিহ্যবাহী চটশিল্প পড়েছে বেকায়দায়।
বিশদ

02nd  December, 2021
মেট্রোর কাজ নিয়ে প্রশ্ন, জবাব তলব

সল্টলেকের সেন্ট্রাল পার্ক সংলগ্ন এলাকায় মেট্রো রেলের কাজ নিয়ে আপত্তি উঠল। মামলাকারীর দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো কোনও পার্ক এলাকায় নির্মাণ কাজ চালানো যায় না। এমনকী পার্কের ভিতরে কোনও হাসপাতাল বা বিদ্যালয়ও স্থাপন করা যায় না। বিশদ

01st  December, 2021
ফুলবাগান, সিটি সেন্টার স্টেশনে
বিপণনে চুক্তি করল এলআইসি

ফুলবাগান এবং সিটি সেন্টার স্টেশনে ‘বিপণন’ (কো-ব্র্যান্ডিং) করার জন্য জীবন বিমা নিগমের (এলআইসি) সঙ্গে চুক্তি বদ্ধ হল মেট্রো রেল কর্তৃপক্ষ। ইস্ট-ওয়েস্ট মেট্রোর এই দুটি স্টেশনে এলআইসিকে বিপণন অধিকার দেওয়া নিয়ে এই চুক্তি সম্পাদিত হয়েছে মঙ্গলবার। বিশদ

01st  December, 2021
জিও-র ট্যারিফে বদল
লাগু ১ ডিসেম্বর থেকে

ভোডাফোন, এয়ারটেলের পথেই হাঁটল টেলিকম সংস্থা জিও। বেশ খানিকটা বাড়ল ট্যারিফ চার্জ। গতকাল সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের সমস্ত আনলিমিটেড ভয়েস, ডেটা প্ল্যান এবং অ্যাড-অন প্ল্যানগুলির শুল্ক বাড়তে চলেছে।
বিশদ

29th  November, 2021
ওলিম্পিক্সে জয়ীদের সম্মান এলআইসি’র
 

এবারের টোকিও ওলিম্পিক্সে যাঁরা এদেশ থেকে প্রতিনিধিত্ব করে জয়ী হয়েছেন, তাঁদের সম্মান জানাল ভারতীয় জীবন বিমা নিগম। তবে ব্রোঞ্জ, রূপো ও সোনাজয়ীদের সম্মান জানিয়েই ক্ষান্ত থাকেনি এই রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা। যাঁরা চতুর্থ স্থান পেয়েছেন, তাঁদেরও সম্মান জানানো হয়েছে। বিশদ

26th  November, 2021
এয়ারটেলের পর ভোডাফোনও বাড়াল চার্জ
সরকারি প্যাকেজ পেয়েও গ্রাহকদের
উপর বোঝা চাপাল টেলিকম সংস্থাগুলি

মাত্র তিন মাস আগেই দেওয়া হয়েছিল বিপুল আর্থিক প্যাকেজ। কয়েকটি টেলিকম সংস্থাকে একপ্রকার দেউলিয়া হওয়া থেকে রক্ষা করেছে সরকারের ওই সিদ্ধান্ত। কিন্তু সেই প্যাকেজ পাওয়ার কয়েকমাসের মধ্যেই গ্রাহকদের উপর বিপুল বোঝা চাপিয়ে দিল ভারতের প্রথম সারির টেলিকম সংস্থাগুলি।
বিশদ

24th  November, 2021
কর্মসংস্থানে সেরা ম্যাকাউট

সর্বভারতীয় পত্রিকার সমীক্ষায় কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার নিরিখে পূর্বভারতের প্রযুক্তি শিক্ষাকেন্দ্রগুলির মধ্যে প্রথম হল মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা ম্যাকাউট। বিশদ

20th  November, 2021
বন্ধ্যাত্বের চিকিৎসায় নতুন 
ব্র্যান্ড বিড়লা ফার্টিলিটি

জ্যে এবার বন্ধ্যাত্বের চিকিৎসা পরিষেবায় এল সি কে বিড়লা হাসপাতাল গোষ্ঠী। বিড়লা ফার্টিলিটি এবং আইভিএফ চেন নামের ব্র্যান্ডে তারা আগামী পাঁচ বছরে দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্র মিলিয়ে ১০০টি কেন্দ্র চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছে। বিশদ

19th  November, 2021
জেআইএসের সুরক্ষা বিধি

ল্যাবরেটরির ক্লাস তো বটেই, সাধারণ ক্লাসের জন্যও ছোট দলে ভাগ করে নেওয়া হয়েছে পড়ুয়াদের। জেআইএস গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তরণজিৎ সিং জানান, এভাবেই তাঁদের কলেজগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছেন তাঁরা। বিশদ

19th  November, 2021
ব্যাঙ্ক অব বরোদার প্রপার্টি এক্সপো

শহরে ‘প্রপার্টি এক্সপো’র আয়োজন করছে ব্যাঙ্ক অব বরোদা। আগামীকাল শনিবার ও রবিবার দু’দিনের জন্য ওই বিশেষ মেলা বসবে সল্টলেক সিটি সেন্টারে। মেলায় হাজির থাকবে বিভিন্ন আবাসন নির্মাতা সংস্থা এবং গাড়ির ডিলার। বিশদ

19th  November, 2021
দেশের প্রথম মহিলা সেল্ফ মেড বিলিওনেয়ার
বেনজির উত্থান ‘নায়েকা’ ফাল্গুনীর

বাজারে আইপিও ছাড়ার কয়েকদিনের মধ্যেই বাজিমাত করল প্রসাধনী সামগ্রী বিক্রেতা সংস্থা নায়েকা। বিশ্বের ধনকুবের তালিকায় ঢুকে পড়লেন সংস্থার প্রতিষ্ঠাতা তথা দেশের প্রাক্তন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার ফাল্গুনী নায়ার। বুধবার শেয়ার বাজার খুলতেই চড়চড়িয়ে বাড়তে থাকে নায়েকার শেয়ারের দাম। বিশদ

11th  November, 2021
এবারও অনলাইনে আসছে ভাইফোঁটার
মিষ্টির অর্ডার, বরাত ভিন রাজ্য থেকেও

প্রস্তুতি শুরু হয়েছিল গত বছরই। করোনার প্রথম ঢেউ বাংলায় আছড়ে পড়ার পর মানুষ রেস্তরাঁর খাবার থেকে শুরু করে মুদিখানার সামগ্রী তথা শাকসব্জি সবই হোম ডেলিভারি নিতে অভ্যস্ত হয়ে পড়েছিলেন। সেই তালিকায় ছিল মিষ্টিও। এবার ভাইফোঁটাতেও সেই ধারা বজায় রইল। বিশদ

05th  November, 2021

Pages: 12345

একনজরে
কোচবিহার জেলায় শাসকদল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকোন্দল থামার কোনও লক্ষণ নেই। বরং দলের জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মনের সঙ্গে সিতাইয়ের বিধায়ক জগদীশচন্দ্র বসুনিয়ার বিরোধ চরম আকার নিয়েছে। ...

কয়েকদিন আগে জেল থেকে ছাড়া পাওয়ার পরই কাটোয়া আদালত চত্বর থেকে বাইক চুরি। এমনকী বাইক চুরি করে পালানোর সময় এক মহিলার ব্যাগ ছিনতাইও করে দুষ্কৃতীরা। ...

ঘূর্ণিঝড় ‘জওয়াদ’ ক্রমশ দুর্বল হয়ে আগেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছিল। রবিবার মধ্যরাতের দিকে তা আরও শক্তিক্ষয় করে সুস্পষ্ট নিম্নচাপ বলয়ে পরিণত হয় এবং ওড়িশা উপকূল ...

ফুটফুটে এক শিশুকে ধর্ষণ ও খুনের অভিযোগে ফের উত্তাল হল ভোটমুখী উত্তরপ্রদেশ। ঘটনাটি হাপুর শহরের। মাত্র ছ’বছরের এক শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালানোর পর তাকে ...




আজকের দিনটি কিংবদন্তি গৌতম ( মিত্র )
৯১৬৩৪৯২৬২৫ / ৯৮৩০৭৬৩৮৭৩

ভাগ্য+চেষ্টা= ফল
  • aries
  • taurus
  • gemini
  • cancer
  • leo
  • virgo
  • libra
  • scorpio
  • sagittorius
  • capricorn
  • aquarius
  • pisces
aries

ব্যবসায় অগ্রগতি ও শুভত্ব বৃদ্ধি। ব্যয়ের চাপ থাকায় সঞ্চয়ে বাধা থাকবে। গলা ও বাতের সমস্যায় ... বিশদ


ইতিহাসে আজকের দিন

১৮২৩: জার্মান দার্শনিক ম্যাক্সমুলারের জন্ম
১৮৫৩: ঐতিহাসিক ও শিক্ষাবিদ হরপ্রসাদ শাস্ত্রীর জন্ম
১৯৫৬: দলিত আন্দোলনের নেতা ভীমরাওজি রামাজি আম্বেদকরের মৃত্যু
১৯৮৫: ক্রিকেটার আর পি সিংয়ের জন্ম
১৯৯২: অযোধ্যার বিতর্কিত সৌধ ধ্বংস
২০১৬ - তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যু



ক্রয়মূল্য বিক্রয়মূল্য
ডলার ৭৪.৩৯ টাকা ৭৬.১১ টাকা
পাউন্ড ৯৭.৮৬ টাকা ১০১.৩০ টাকা
ইউরো ৮৩.৬১ টাকা ৮৩.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
05th  December, 2021
পাকা সোনা (১০ গ্রাম) ৪৮, ৫৫০ টাকা
গহনা সোনা (১০ (গ্রাম) ৪৬, ০৫০ টাকা
হলমার্ক গহনা (২২ ক্যারেট ১০ গ্রাম) ৪৬, ৭৫০ টাকা
রূপার বাট (প্রতি কেজি) ৬১, ৮৫০ টাকা
রূপা খুচরো (প্রতি কেজি) ৬১, ৯৫০ টাকা
[ মূল্যযুক্ত ৩% জি. এস. টি আলাদা ]
05th  December, 2021

দিন পঞ্জিকা

২০ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১। তৃতীয়া ৫১/৩ রাত্রি ২/৩২। পূর্বাষাঢ়া নক্ষত্র ৫০/৩০ রাত্রি ২/১৯।  সূর্যোদয় ৬/৭/১২, সূর্যাস্ত ৪/৪৭/৫৬। অমৃতযোগ দিবা ৭/৩২ মধ্যে পুনঃ ৮/৫৭ গতে ১১/৫ মধ্যে। রাত্রি ৭/২৮ গতে ১১/০ মধ্যে পুনঃ ২/৩৪ গতে ৩/২৭ মধ্যে। বারবেলা ৭/২৭ গতে ৮/৪৭ মধ্যে পুনঃ ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৭ গতে ১১/২৭ মধ্যে। 
১৯ অগ্রহায়ণ, ১৪২৮, সোমবার, ৬ ডিসেম্বর ২০২১।  দ্বিতীয়া দিবা ৯/২। মূলা নক্ষত্র দিবা ৮/৩২। সূর্যোদয় ৬/৯, সূর্যাস্ত ৪/৪৮। অমৃতযোগ দিবা ৭/৩৯ মধ্যে ও ৯/৪ গতে ১১/১১ মধ্যে এবং রাত্রি ৭/৩১ গতে ১১/৫ মধ্যে ও ২/৪০ গতে ৩/৩৪ মধ্যে। কালবেলা ৭/২৯ গতে ৮/৪৯ মধ্যে ও ২/৮ গতে ৩/২৮ মধ্যে। কালরাত্রি ৯/৪৮ গতে ১১/২৮ মধ্যে।  
১ জমাদিয়ল আউয়ল।

ছবি সংবাদ

এই মুহূর্তে
গত ২৪ ঘণ্টায় রাজ্যজুড়ে কমল দৈনিক সংক্রমণ
গতকালের তুলনায় রাজ্যে অনেকটাই কমল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ...বিশদ

09:04:21 PM

গল্ফগ্রিনে চুরির ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত, উদ্ধার খোয়া যাওয়া সামগ্রী

04:34:00 PM

রেলের পরীক্ষার ফলপ্রকাশ কবে, জানুন
রেলের পরীক্ষার ফল প্রকাশের দিন নিয়ে দীর্ঘদিন ধরেই অপেক্ষায় রয়েছেন ...বিশদ

04:21:03 PM

৯৪৯ পয়েন্ট পড়ল সেনসেক্স

04:06:34 PM

৫২৫ পয়েন্ট পড়ল সেনসেক্স

02:01:53 PM

সারের কালোবাজারি বন্ধের দাবিতে মাথাভাঙার একাধিক জায়গায় পথ অবরোধ

01:27:47 PM