কর্মপ্রার্থীদের ধৈর্য্য ধরতে হবে। প্রেম-প্রণয়ে আগ্রহ বাড়বে। নিকটস্থানীয় কারও প্রতি আকর্ষণ বাড়বে। পুরোনো কোনও বন্ধুর ... বিশদ
ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের কালানগিনী, অম্বিকানগর এবং শিলিগুড়ি পুরসভার ৩৩ নম্বর ওয়ার্ড ছাড়াও ফুলবাড়ি-২ পঞ্চায়েতের কালিঙ্গী ও বাদলগছে মন্ত্রী যান। মন্ত্রী বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাস যেভাবে থাবা বসিয়েছে তা অত্যন্ত উদ্বেগজনক জায়গায় পৌঁছচ্ছে। সংক্রমণ নিয়ন্ত্রণে দেশে লকডাউন চলছে। তাই এ সময় কাউকে বাড়ি থেকে বেরতে হবে না। অসহায় মানুষদের পাশে আমরা আছি।
নজরুল শতবার্ষিকী বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুভাষ রাউত ও তাঁর স্ত্রী তৃপ্তি রাউত তাঁদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে রাজ্যের আপৎকালীন ত্রাণ তহবিলে তিন লক্ষ টাকা দিয়েছেন। এ ছাড়াও বর্ধমান রোডের বিদ্যাসাগর ক্লাব ৫১ হাজার টাকা, ফুলবাড়ি লোকাল ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ১০ হাজার টাকার চেক দিয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ওইসব চেক যথাযথ স্থানে পাঠিয়ে দিয়েছি। এ ছাড়াও মিত্র সঙ্ঘ, শিলিগুড়ি পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব ৩০ হাজার টাকা রাজ্যের আপৎকালীন তহবিলে দিয়েছে।