দেশ

সস্তার রাজনীতি, মনমোহনের শেষকৃত্য বিতর্কে কংগ্রেসকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী হরদীপের

নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য ও স্মারক নির্মাণ ঘিরে ইতিমধ্যেই বিতর্ক চরমে। কংগ্রেস ও বিজেপির মধ্যে চলছে চাপানউতোর। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর দাবি, প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রীকে অপমান করেছে মোদি সরকার।  রবিবার অভিযোগ উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী বলেন, সস্তার রাজনীতি করছে কংগ্রেস। বিষয়টি নিয়ে অযথা জলঘোলা করা হচ্ছে। অতীতে, বিশেষ করে পি ভি নরসিমা রাওয়ের মৃত্যুর সময় একের পর এক গাফিলতি করেছে কংগ্রেস। এখন অন্যের ভুল ধরে নিজেদের কৃতকর্ম ঢাকা দেওয়ার চেষ্টা করছে তারা।
দিল্লির নিগমবোধ ঘাটে মনমোহন সিংয়ের শেষকৃত্য আয়োজন করা নিয়ে আক্রমণ শানিয়েছেন রাহুল। তাঁর কথায়, দেশের একজন শিখ প্রধানমন্ত্রীকে অসম্মান করেছে বিজেপি। এব্যাপারে এদিন পুরী বলেন, ‘অযথা রাজনীতি করা হচ্ছে। কংগ্রেস এত কথা বলছে। অথচ আজ প্রয়াত মনমোহন সিংয়ের অস্থি বিসর্জনের সময় গান্ধী পরিবারের কাউকেই দেখা যায়নি। আর স্মারক নিয়েও রাজনীতি করছে কংগ্রেস। নির্দিষ্ট সময়ে সেটি তৈরি হবে। শিখ প্রধানমন্ত্রীকে অপমান করার মন্তব্য প্রসঙ্গে মন্ত্রীর দাবি, একটি বিশেষ ধর্মকে টেনে এনে বিষয়টিকে কলুষিত করা হচ্ছে। ১৯৮৪ সালে শিখ-বিরোধী আন্দোলনের সময় কোথায় ছিল কংগ্রেসের এই শ্রদ্ধা। 
এনিয়ে সোনিয়া গান্ধী ও কংগ্রেসকে তুলোধনা করেছেন প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের ভাই মনোহর রাও। তিনি জানান, নিজের দলের প্রধানমন্ত্রীকেই যোগ্য সম্মান জানায়নি কংগ্রেস। দিল্লিতে দাদার শেষকৃত্য করতে দেওয়া হয়নি। এমকী তাঁর মৃতদেহ কংগ্রেসের প্রধান কার্যালয়ে নিয়ে আসতে দেওয়া হয়নি। তাই আগে কংগ্রেসের আত্মসংশোধন জরুরি।
3d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের উন্নতি হবে। হস্তশিল্পীদের পক্ষে সময়টা বিশেষ ভালো। ডাক্তার ইঞ্জিনিয়ারদের কর্মের প্রসার। আর্থিক দিকটি অনুকূল।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৮০ টাকা৮৬.৫৪ টাকা
পাউন্ড১০৫.৩৬ টাকা১০৯.০৯ টাকা
ইউরো৮৭.০০ টাকা৯০.৩৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা