দেশ

ফোনে স্ত্রীকে ‘ওকে’ বলেছিলেন স্টেশন মাস্টার ভুল বোঝাবুঝিতে ৩ কোটি লোকসান রেলের!

নয়াদিল্লি: বাড়িতে অশান্তি চলছিলই। সেই নিয়েই দপ্তরে স্টেশন মাস্টারের দায়িত্ব সামলাচ্ছিলেন বিশাখাপত্তনমের বাসিন্দা। হঠাৎ করেই বাড়ি থেকে স্ত্রীর ফোন। তাতে দম্পতির দেদার গরমা-গরম বাক্যালাপ। শেষমেশ স্টেশন মাস্টার জানিয়ে দেন যে, আর এখন নয়। বাড়ি গিয়ে বাকি কথা বলবেন। ফোন রাখার আগে তিনি শুধু স্ত্রীর উদ্দেশে উচ্চারণ করেছিলেন, ‘ওকে’ অর্থাৎ ‘ঠিক আছে’। আর তাতেই বিপত্তি। ওই ব্যক্তির জীবনে ঝড় বয়ে এসেছিল এই দুই অক্ষর। স্টেশন মাস্টারের চাকরি থেকে সাসপেন্ড হন। পাকাপাকি ইতি পড়ে বিবাহিত সম্পর্কে। যে বিবাহ বিচ্ছেদের মামলা থেকে নিষ্কৃতি মিলল এক যুগ পরে।
১২ বছর আগে ঘটনার দিন বিশাখাপত্তনম স্টেশনে ডিউটিতে ছিলেন ওই ব্যক্তি। নানা ঘটনায় সাংসারিক জীবনে জর্জরিত ছিলেন। বাড়িতে একচোট ঝগড়ার পর অফিসে এসেও সেই রেশ কাটেনি। স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার সময় অফিসের মাইক্রোফোনও অন ছিল। শেষে তিনি স্ত্রীকে যে ‘ওকে’ বলেছিলেন, সেটি তাঁর এক সহকর্মীও মাইক্রোফোনে শোনেন। আর স্টেশন মাস্টারের নির্দেশ ভেবে তিনি ট্রেন এগিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দেন। ট্রেন এগিয়ে যায় মাওবাদী অধ্যূষিত এলাকায়। বরাতজোরে কোনও দুর্ঘটনা ঘটেনি। তবে সেই সময় নিয়ম ছিল রাতে মাওবাদী অধ্যূষিত কোনও এলাকায় ট্রেন যাবে না। স্বাভাবিকভাবেই সেই ‘ওকে’র জন্য স্টেশন মাস্টারের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়। সাসপেন্ডও করা হয় তাঁকে। জানা যায়, স্টেশন মাস্টারের সেই ‘নির্দেশে’ রেলের অন্তত ৩ কোটি টাকার লোকসান হয়েছিল।  
দীর্ঘদিনের পারিবারিক অশান্তির ক্ষোভ তো ছিলই। তার সঙ্গে সাসপেনশনের খাঁড়া। রাগের চোটে স্ত্রীর সঙ্গে বিবাদ বিচ্ছেদেরই মামলা ঠুকে দেন ওই স্টেশন মাস্টার। তারপর জল অনেক দূর গড়ায়। বিশাখাপত্তনমের স্থানীয় আদালত থেকে হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট। তার মাঝে স্ত্রীর দায়ের পণের অভিযোগ ও খোরপোশের দাবি। একইসঙ্গে মামলা বিশাখাপত্তনম থেকে ছত্তিশগড় হাইকোর্টে স্থানান্তরের জন্য সর্বোচ্চ আদালতে আর্জি। সুপ্রিম কোর্ট স্ত্রীর সেই আর্জি মেনেও নেয়। তবে হাইকোর্ট সরাসরি স্ত্রীর সব অভিযোগ ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। একইসঙ্গে স্ত্রীর খোরপোশের দাবিও অন্যায্য বলে জানিয়ে দেওয়া হয়। আদালত এও জানায়, যেভাবে সাংসারিক অশান্তির কোপে ওই ব্যক্তির চাকরি সঙ্কটের সৃষ্টি হয়েছিল, তা কার্যত চরম মানসিক চাপের শামিল। অবশেষে স্বামীর পক্ষেই মত দেয় ছত্তিশগড় হাইকোর্ট। আর ১২ বছর পর স্ত্রীর থেকে ‘নিষ্কৃতি’ পেলেন ওই স্টেশনমাস্টার।
19h 19m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মস্থলে বা ব্যবসায়িক ক্ষেত্রে আকস্মিক বাধায় বিচলিত হতে পারেন। আর্থিক লেনদেনে বিশেষ সতর্ক হন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৪৪ টাকা৮৫.১৮ টাকা
পাউন্ড১০৭.০২ টাকা১১০.৭৯ টাকা
ইউরো৮৮.৮৫ টাকা৯২.২৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা