দেশ

‘নমো ড্রোন দিদি’ প্রকল্পের গাইডলাইন প্রকাশ কেন্দ্রের

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: প্রয়োজনে ঋণ নিয়ে যুক্ত হতে হবে সরকারি প্রকল্পে। শুক্রবার প্রকাশিত ‘নমো ড্রোন দিদি’ প্রকল্পের গাইডলাইনে এমনটাই বলা হল। কেন্দ্র জানিয়েছে, ড্রোন কেনার খরচের ৮০ শতাংশ (আট লক্ষ টাকা পর্যন্ত) দেওয়া হবে। বাকি ২০ শতাংশ জোগাড় করতে হবে যারা ওই প্রকল্পে যুক্ত হতে চায়। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়েই এই প্রকল্প রূপায়ণ করতে চায় কেন্দ্রীয় সরকার। চাষের জন্য সার, কীটনাশক দেওয়ায় কাজে লাগানো হবে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের। তবে তা হাতে করে নয়। উড়ন্ত ড্রোন ব্যবস্থায়। আগামী এক বছরের জন্য এই প্রকল্পে ১ হাজার ২৬১ কোটি টাকা খরচ করা হবে বলেই জানিয়েছে কেন্দ্রীয় সরকার। 
‘দীনদয়াল অন্তোদ্যয় যোজনা-ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন’ নামে গ্রামোন্নয়ন মন্ত্রকের প্রকল্প রয়েছে। সেখানেই স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে নমো ড্রোন দিদি কার্যকর হবে। এর জন্য সাড়ে ১৪ হাজার মহিলাকে প্রাথমিকভাবে যুক্ত করা হবে। দেওয়া হবে ১৫ দিনের প্রশিক্ষণ। কোনও কৃষক পরিবারের মহিলা একা নিজের নাম এই প্রকল্পে যুক্ত করতে চাইলে তা অনুমোদন করা হবে না। আবেদন করতে হবে স্বনির্ভর গোষ্ঠীকেই। কৃষি, গ্রামোন্নয়ন, সার, নারী ও শিশু কল্যাণ এবং অসামরিক বিমান পরিষেবা মন্ত্রক, অর্থাৎ একযোগে পাঁচ মন্ত্রকের সচিব এই প্রকল্পের নজরদারি করবে। কেন্দ্র জানিয়েছে, মূল ড্রোন, ব্যাটারি, চার্জার, সার, কীটনাশক দেওয়ার যন্ত্র সবই কেনার পয়সা দেবে সরকার। তবে সেটি ৮ লক্ষ টাকার বেশি নয়। ওই টাকা সরকার ফেরত নেবে না। তবে বাকি জোগাড় করতে হবে স্বনির্ভর গোষ্ঠীকে। প্রয়োজনে ২০ শতাংশ ঋণ করতে পারে তারা। ড্রোনের দাম অবশ্য বেঁধে দিচ্ছে না কেন্দ্র। মন্ত্রকের এক আধিকারিক জানান, স্বনির্ভর গোষ্ঠী নিজেরা ড্রোন কিনবে। তবে রাজ্য সরকার, সার সরবরাহকারী বড় কোম্পানি (যারা ওই রাজ্যে সার সরবরাহ করে), তাদের সঙ্গে সমন্বয় রেখেই এই প্রকল্প কার্যকর করতে হবে। সংশ্লিষ্ট রাজ্য সরকার খতিয়ে দেখবে যে, ওই ঩ড্রোন বছরে গড়ে দু থেকে আড়াই হাজার একর জমিতে ফসলের বীজ, সার বা কীটনাশক ছড়াতে পারে কি না। কৃষিমন্ত্রকের মতে, হাতে সময় লাগে বেশি। সার বা কীটনাশক ছড়ানোও সমানভাবে হয় না। সেখানে ড্রোন একদিনে গড়ে ২০ একরে কাজ করতে সক্ষম।
1Month ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

পুরনো সঞ্চয় ও শেয়ার প্রভৃতি ক্ষেত্র থেকে অর্থ লাভের যোগ প্রবল। মানসিক অস্থিরতা থাকবে। সন্তানের...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৮৮ টাকা৮৫.৬২ টাকা
পাউন্ড১০৫.৩৯ টাকা১০৯.১২ টাকা
ইউরো৮৭.২৫ টাকা৯০.৬০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা