দেশ

ঝাড়খণ্ড নির্বাচন: ব্র্যান্ড অ্যাম্বাসাডর ধোনি, জানাল কমিশন

রাঁচি, ২৬ অক্টোবর: আসন্ন ঝাড়খণ্ড ভোটে ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ধোনিকে নির্বাচনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করল জাতীয় নির্বাচন কমিশন। গতকাল অর্থাৎ শুক্রবারই এই বিষয়টি জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্য নির্বাচনী আধিকারিক কে রবিকুমার। আর মাত্র কয়েকদিন পরই ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচন। হাতে সময় তিন সপ্তাহেরও কম। তার আগে নির্বাচনী প্রক্রিয়ায় সে রাজ্যের মানুষকে উৎসাহিত করতেই তাঁর ছবি ব্যবহারের জন্য কমিশনকে অনুমতি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছেন কে রবিকুমার। তিনি জানান, মহেন্দ্র সিং ধোনি ভোটদানের জন্য মানুষকে সচেতন এবং উৎসাহিত করার জন্য কাজ করবেন। তিনি তাঁর ছবি ভোটের কাজে ব্যবহারের জন্য নির্বাচন কমিশনকে অনুমতি দিয়েছেন। পাশাপাশি আগামী দিনে কী ভাবে ভোটারদের আরও বেশি বুথমুখী করা যায় সেই বিষয়টি নিয়েও ক্যাপ্টেন কুলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, ঝাড়খণ্ডে নির্বাচনের আগেই ভূমিপুত্রের মুখকে সামনে রেখেই ভোটারদের উৎসাহিত এবং বুথমুখী করতে চাইছে কমিশন।
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগেও প্রচারের মুখ হিসেবে মাহিকে সামনে আনা হয়েছিল। তবে ধোনির রাজনীতিতে আসা নিয়েও জল্পনা কম নেই। এবার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই সেই জল্পনার পারদ আরও বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছিল। এরপর তাঁর ব্র্যান্ড অ্যাম্বাসাডরের বিষয়টি সেই জল্পনাকে আরও কিছুটা বাড়াল বলেই অনেকেই মনে করছেন। ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন দুটি ধাপে হবে। ১৩ই নভেম্বর এবং ২০শে নভেম্বর ভোটগ্রহণ হবে। ২৩ নভেম্বর হবে গণনা।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা