দেশ

বাবা সিদ্দিকি খুনের ঘটনায় লুধিয়ানা থেকে গ্রেপ্তার আরও ১

লুধিয়ানা, ২৬ অক্টোবর: মহারাষ্ট্রে এনসিপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বাবা সিদ্দিকি খুনের ঘটনায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত। পুলিস সূত্রে খবর, লুধিয়ানার সুন্দরনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই ব্যক্তিকে। ধৃতের নাম সুজিত সুশীল সিং। মুম্বই এবং পাঞ্জাব পুলিসের যৌথ টিম অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। পাঞ্জাবে সে গিয়ে গা ঢাকা দিয়েছিল বলে পুলিসের অনুমান। গতকাল, শুক্রবার সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্দিকি খুনের চক্রান্তের সঙ্গে সুজিতের সরাসরি যোগ ছিল বলেই মনে করছে পুলিস। ইতিমধ্যেই তার বেশ কিছু প্রমাণও পেয়েছেন তদন্তকারীরা।
ঘটনাটি জানিয়ে পাঞ্জাব পুলিসের ডিজিপি গৌরব যাদব ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্টও করেছেন। তিনি লেখেন, মুম্বই এবং পাঞ্জাব পুলিসের যৌথ টিমের অভিযানে বড়সড় সাফল্য মিলেছে। বাবা সিদ্দিকি খুনে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত সুজিত সুশীল সিং মুম্বইয়ের বাসিন্দা। সূত্রের খবর, ধৃত সুজিত খুনের ষড়যন্ত্রে জড়িত রয়েছেন। অভিযোগ, এই হত্যাকাণ্ডের মূলচক্রী জিশানের সঙ্গে অন্য দুই অভিযুক্তের যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এই সুজিতই। বাবা সিদ্দিকিকে খুনের পরই গ্রেপ্তার করা হয়েছিল নিতীন সাপ্রেকে এবং রাম কনৌজিয়াকে। তাদের সঙ্গে জিশানের যোগাযোগ হয়েছিল এই সুজিতের মাধ্যমেই। এমনকী খুনের পরিকল্পনার কথা ৩দিন আগেই সুজিত জানিয়েছিল অভিযুক্ত নিতীনকে। সে লজিস্টিকেও সহায়তা করেছিল। খুনের ঘটনার পর সে লুধিয়ানায় পালিয়ে গিয়েছিল। ইতিমধ্যেই সুজিতকে জিজ্ঞাসাবাদের জন্য লুধিয়ানা থেকে মুম্বইতে নিয়ে আসা হচ্ছে। তাকে গ্রেপ্তারের পর এই মামলার অনেক গুরুত্বপূর্ণ তথ্য পুলিসের হাতে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা। বাবা সিদ্দিকি খুনের মামলায় এই নিয়ে মোট ১৫ জনকে গ্রেপ্তার করল পুলিস।
13h 13m ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা