দেশ

উদয়পুরে চিতাবাঘের হামলায় মৃত ৩

জয়পুর: উত্তরপ্রদেশের বাহরাইচে নেকড়ের তাণ্ডবের জেরে রাতের ঘুম উড়েছে স্থানীয়দের। এরইমধ্যে এবার রাজস্থানের উদয়পুরে চিতাবাঘের হামলায় আতঙ্ক। সেখানকার গোগুণ্ডা এলাকায় গত দু’দিনে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে তিনজনের। এর জেরে রীতিমতো ত্রাসের সঞ্চার হয়েছে এলাকায়। এই পরিস্থিতি থেকে রেহাই পেতে শুক্রবার ঝাদোল ও গোগুণ্ডার মাঝে রাজ্যসড়ক আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। চিতাবাঘের হামলা মোকাবিলায় অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানায় বিক্ষোভকারীরা। 
বুধবার গোগুণ্ডার উন্ডিথাল গ্রামেরকমলা নামে এক কিশোরী জঙ্গলে ছাগল চরাতে গিয়েছিল। সন্ধ‌্যার পর বাড়ি না ফেরায় তার খোঁজে তল্লাশি শুরু করে স্থানীয়রা। পরের দিনই তার দেহ উদ্ধার হয়। জঙ্গলের ভিতরে প্রায় ৪ কিলোমিটার দেহটি টেনে নিয়ে যায় চিতাবাঘ। একইভাবে বৃহস্পতিবার সন্ধ্যায় খেমারাম নামে এক ব্যক্তি ছেলের সঙ্গে  বাড়ি ফিরছিলেন। পথে তাদের উপর হামলা চালায় চিতাবাঘ। ছেলেটি পালিয়ে বাঁচলেও খেমারামের ঘাড়ে কামড় বসায় চিতাবাঘ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। স্থানীয়দের কথায়, খেমারামের রক্তাক্ত মৃতদেহের পাশেই বসেছিল চিতাবাঘটি। অন্যদিকে, পার্শ্ববর্তী ছালি গ্রামেও চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে এক মহিলার। খবর পেয়ে পুরো এলাকায় অভিযান চালানোর পাশাপাশি পশুটিকে ধরতে খাঁচা পেতেছে বনদপ্তর। তবে বৃষ্টিতে ঘন জঙ্গলের মধ্যে চিতাবাঘটিকে খুঁজে বের করতে বেগ পেতে হচ্ছে বনকর্মীদের।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা