দেশ

খাড়্গের চিঠির উত্তর দেননি মোদি, হতাশ প্রিয়াঙ্কা

নয়াদিল্লি: রাহুল গান্ধী সম্পর্কে বিজেপি নেতাদের আপত্তিকর ও হিংসাত্মক মন্তব্যে লাগাম টানার আর্জি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। ওই নেতাদের শৃঙ্খলার পাঠ দেওয়ার জন্যও মোদির কাছে অনুরোধ করেছিলেন কংগ্রেসের প্রবীণ নেতা। কিন্তু প্রধানমন্ত্রী সেই চিঠির কোনও উত্তর দেওয়ার প্রয়োজন বোধ করেননি। এজন্য হতাশা প্রকাশ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। শুক্রবার প্রিয়াঙ্কা লেখেন, খাড়্গে একজন বর্ষীয়ান নেতা। প্রধানমন্ত্রীর থেকেও ওঁর বয়স বেশি। কেন খাড়্গেকে অপমান করা হচ্ছে? প্রধানমন্ত্রী যদি গণতান্ত্রিক মুল্যবোধ, বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধায় বিশ্বাস করেন, তাহলে তাঁর খাড়্গের চিঠির উত্তর দেওয়া উচিত ছিল। উল্টে, তিনি নাড্ডাজির থেকে একটি নিম্নমানের জবাব পেয়েছেন। 
সম্প্রতি বিরোধী দলনেতাকে ‘দেশের এক নম্বর সন্ত্রাসবাদী’ বলেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী রণবীত সিং বিট্টু ও রঘুরাজ সিং। মহারাষ্ট্রে বিজেপির জোটসঙ্গী একনাথ সিন্ধেপন্থী শিবসেনার বিধায়ক সঞ্জয় গায়কোয়াড় দাবি করেছিলেন, রাহুলের জিভ কেউ কেটে আনতে পারলে ১১ লক্ষা টাকা পুরস্কার দেবেন। এইসব মন্তব্যের উল্লেখ করে ওই নেতাদের শৃঙ্খলার পাঠ দেওয়ার জন্য চিঠি লিখেছিলেন খাড়্গে। কিন্তু তারপরেও রাহুলকে ‘ব্যর্থ প্রকল্প’ বলে আক্রমণ করেন জে পি নাড্ডা। প্রিয়াঙ্কা লিখেছেন, ‘প্রধানমন্ত্রী যদি শ্রদ্ধার সঙ্গে খাড়্গের চিঠির জন্য জবাব দিতেন, তাহলে তাঁরই ভাবমূর্তি উজ্জ্বল হতো।
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা