দেশ

ফাঁকা সদন, ‘নীরব’ মোদি সরকারের ঘুম ভাঙালেন মণিপুরের কং সাংসদ

নয়াদিল্লি: ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁইছুঁই। ততক্ষণে ফাঁকা হয়ে গিয়েছে সদন। কংগ্রেসের হাতে গোনা কয়েকজন সদস্য ছাড়া আর কেউ-ই নেই। সোমবার রাতদুপুরে সেই ফাঁকা লোকসভায় দাঁড়িয়েই ‘নির্বাক’ মোদি সরকারের ঘুম ভাঙানোর চেষ্টা করলেন ইনার মণিপুরের কংগ্রেস সাংসদ আংগোমচা বিমল আকোইজাম। হিংসা-দীর্ণ মণিপুরকে ‘অবহেলা’র দায়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মুণ্ডপাত করলেন তিনি।
এক বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মণিপুর। কিন্তু সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অভিভাষণে মণিপুর সঙ্কটের কোনও উল্লেখই ছিল না। সরকারের এই নীরবতাকেই তুলোধোনা করলেন ইনার মণিপুর আসনের সাংসদ। আকোইজামের তোপ, ‘উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুরের ঘটনাবলিতে আপনাদের যে কিছুই আসে যায় না, এটা বোঝাতেই কি এই নীরবতা?’ রাষ্ট্রপতির ভাষণে মণিপুরের উল্লেখ না থাকা নিয়ে মোদি সরকারকে তীব্র কটাক্ষ করেন এই কংগ্রেস সাংসদ। বলেন, ‘এটিকে নিছক অনুপস্থিতি বলা ঠিক হবে না। এই সরকারের রাষ্ট্র চেতানায় যে মানুষই বাদ পড়ে গিয়েছে, সেকথাই মনে করিয়ে দিচ্ছে এই ঘটনা। গত এক বছর ধরে ত্রাণ শিবিরগুলিতে দুর্বিষহ অবস্থায় দিন কাটাচ্ছেন ৬০ হাজারের বেশি মানুষ। ৬০ হাজার গৃহহীন মানুষ কোনও মজার কথা নয়। দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গৃহযুদ্ধের মতো অবস্থা। এলাকার অধিকার রক্ষায় অস্ত্র হাতে একে অপরের বিরুদ্ধে লড়াই চলছে। এক বছর ধরে এই ট্র্যাজেডি সত্ত্বেও ভারত সরকার নীরব দর্শক।’ মোদি সরকারের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে আকোইজাম বলেন, ‘প্রায় মধ্যরাতে কার্যত ফাঁকা সদনে আমাকে বলার সময় দেওয়া হয়েছে দেখে আবাক লাগছে।’ ইনার মণিপুর কেন্দ্রের সাংসদ বলেন, ‘রাজ্যের প্রতিটি বর্গ সেন্টিমিটারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। তা সত্ত্বেও কেন ৬০ হাজার মানুষকে গৃহহীন অবস্থায় কাটাতে হচ্ছে? কীভাবে হাজার হাজার গ্রাম ধ্বংস হয়ে গেল? রাষ্ট্রপতির ভাষণে এই সঙ্কটের কোনও উল্লেখ রইল না। মণিপুরের এই ট্র্যাজেডি সত্ত্বেও  বিজেপির মতো একটি জাতীয়তাবাদী দল নীরব। দেখে খারাপই লাগছে।’    
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

চোখের সমস্যায় মানসিক অস্থিরতা ও উদ্বেগ। কর্মস্থলে অতিরিক্ত কাজের চাপ। আর্থিক দিক শুভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭১ টাকা৮৪.৪৫ টাকা
পাউন্ড১০৪.৭৯ টাকা১০৮.২৭ টাকা
ইউরো৮৮.৫৯ টাকা৯১.৭৩ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা