দেশ

জরুরি অবস্থার ৪৯ বছর, তরজা কংগ্রেস-বিজেপির

নয়াদিল্লি (পিটিআই): ১৯৭৫ সালের ২৫ জুন—  তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেশজুড়ে জারি করেছিলেন জরুরি অবস্থা। মঙ্গলবার তার ৪৯তম বর্ষপূর্তিতে এনিয়ে কংগ্রেসকে খোঁচা দিতে ছাড়লেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন, ‘সংবিধানের প্রতি ভালোবাসা প্রকাশের কোনও অধিকার কংগ্রেসের নেই।’ কংগ্রেসকে কটাক্ষ করে ‘এক্স’ হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এরাই দেশে জরুরি অবস্থা জারি করেছিল। সংবাদপত্রের স্বাধীনতা ধ্বংস করেছিল। নাগরিকদের সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছিল। বিরোধী সহ প্রতিবাদীদের জেলে পুরেছিল।’ যার পাল্টা দিয়েছে কংগ্রেস। দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে বলেছেন, ‘উনি তো গত ১০ বছর ধরে দেশে অঘোষিত জরুরি অবস্থা বজায় রেখেছেন। আসলে নিজের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী এখন অতীতকে আঁকড়ে ধরছেন। মুখে উনি ঐকমত্য ও সহযোগিতার কথা বলেন। কিন্তু, কাজে ঠিক উল্টোটাই করেন।’
সোমবার নবগঠিত লোকসভার অধিবেশনের প্রথম দিনে রাহুল গান্ধীর হাতে ছিল সংবিধান। বিজেপি নেতৃত্বাধীন সরকারকে রাজধর্ম পালনের বার্তা দিতেই তিনি এই পদক্ষেপ নিয়েছিলেন। এদিন সুযোগ বুঝে কংগ্রেসকে সমালোচনায় বিঁধতে কালক্ষেপ করেননি প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, ‘দেশে জরুরি অবস্থা জারির সময়ে যে মানসিকতা ছিল, কংগ্রেসের মধ্যে এখনও তা জীবন্ত রয়েছে। তারা যতই সংবিধানের প্রতি তাদের ঘৃণা লুকিয়ে রাখার চেষ্টা করুক না কেন, জনগণ সেই দুঃসহ স্মৃতি আজও ভুলতে পারেননি। আর তাই, বারেবারে তাদের প্রত্যাখ্যান করেছে।’ মোদির অভিযোগ, ‘ক্ষমতায় টিকে থাকার জন্যই কংগ্রেস সারা দেশকে জেলখানায় পরিণত করেছিল। নাগরিকদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। সমাজের দুর্বল শ্রেণিকে শোষণ করেছিল। তাই, তাদের মুখে সংবিধানের প্রতি ভালোবাসার কথা একদম মানায় না।’ যার পাল্টা হিসেবে খাড়্গে বলেছেন, ‘মোদি মুখে গণতন্ত্রের কথা বলেন। কিন্তু দল ভাঙা, নির্বাচিত সরকারকে ফেলে দেওয়া, কেন্দ্রীয় সংস্থাকে (ইডি, সিবিআই, আয়কর দপ্তর) কাজে লাগিয়ে বিরোধী নেতাদের হেনস্তা করা— এসবের ক্ষেত্রে তাঁর সরকারের জুড়ি মেলা ভার।’ কংগ্রেস সভাপতির প্রশ্ন, ‘১৪৬ জন বিরোধী সাংসদকে বরখাস্ত করে যখন নতুন তিনটি আইন পাস করা হল, তারপর আর ঐকমত্য বা গণতন্ত্রের কথা মোদির মুখে মানায় কি?’
3Months ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ছোট ও মাঝারি ব্যবসার প্রসার ও বিক্রয় বৃদ্ধি। অর্থাগম ক্রমশ বাড়বে। মানসিক অস্থিরতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৮৩ টাকা৮৪.৫৭ টাকা
পাউন্ড১১০.২৬ টাকা১১৩.৮৫ টাকা
ইউরো৯১.৭১ টাকা৯৪.৯১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা