দক্ষিণবঙ্গ

আবাসের টাকা পেয়ে মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা মূক-বধির ভাই-বোনের

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ব্যাঙ্কের অ্যাকাউন্টে ঢুকেছে ‘বাংলার বাড়ি’ প্রকল্পের টাকা। মুখে কথা না ফুটলেও মোবাইলে মমতার ছবি দেখেই নমস্কার করে কৃতজ্ঞতা জানালেন মূক-বধির দাদা ও বোন। আরামবাগের কাপশিট এলাকায় বৃদ্ধ ভাইবোন নতুন পাকা বাড়ি তৈরি করবেন। ওই গ্রামেরই অন্য একজন মূক ও বধির বৃদ্ধাও পেয়েছেন বাংলার বাড়ির টাকা। খুশি তাঁরও পরিবার। তাঁর পরিবারও বাড়ি তৈরির প্রস্তুতি শুরু করে দিয়েছে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকার পর আরামবাগ পঞ্চায়েত সমিতির সভাপতি শিশির সরকার তাঁদের বাড়িতে গিয়ে দেখা করেছেন। সভাপতি বলেন, এঁরা কার্যত সহায় সম্বলহীন। এতদিন কাঁচা বাড়িতেই বাস করছিলেন। আবাসের সমীক্ষায় উত্তীর্ণ হয়ে রাজ্য সরকার বাড়ি তৈরির জন্য প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দিয়েছে। তাঁদের সঙ্গে দেখা করেছি। ওঁরা খুব খুশি। 
শিশিরবাবু বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃত দুঃস্থ ও বিশেষ চাহিদা সম্পন্নদের জন্যও ভেবেছেন। মানবিক প্রকল্পের ভাতাও পাচ্ছেন তাঁরা। মুখ্যমন্ত্রী বাড়ির জন্য টাকা পাঠিয়েছেন, তা জানাতেই ইশারায় তাঁরা কৃতজ্ঞতা জানিয়েছেন। এতে প্রকল্পেরও সঠিক বাস্তবায়ন হচ্ছে। ওঁদের বাড়ি তৈরিতে যেন কোনও সমস্যা না হয় সেদিকেও আমরা নজর রাখছি। আগামী দিনেও যাতে প্রকৃত গরিবরা সরকারি সাহায্য পান, সেটাও আমরা নিশ্চিত করব। 
কাপশিটের গণেশ সরকার ও অষ্টমী সরকার জন্ম থেকেই মূক ও বধির। কথা বলতে পারেন না। শুনতেও পান না। গণেশবাবু ও বোন অষ্টমীদেবী দু’জনই অবিবাহিত। একসঙ্গেই থাকেন। তাঁরা পাকা বাড়ি তৈরির জন্য সরকারি টাকা পেয়েছেন। পঞ্চায়েত সমিতির সভাপতি তাঁর মোবাইলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখাতেই নমস্কার করেন গণেশবাবু ও অষ্টমীদেবী। স্থানীয় বাসিন্দা বিকাশ ঘোষ বলেন, ইতিমধ্যে তাঁদের বাড়ি তৈরির জন্য নির্মাণ সামগ্রী চলে এসেছে। দ্রুত কাজ শুরু হবে। আমরা ওই পরিবারের পাশে রয়েছি। অপর এক বাসিন্দা পূর্ণিমা শিট বলেন, এঁরা প্রকৃত গরিব। কষ্ট করেই থাকতেন। বাড়ি তৈরির জন্য আর্থিক সাহায্য পাওয়ায় খুবই ভালো হল। 
ওই গ্রামেরই আরেক বাসিন্দা বৃদ্ধা রেবা নন্দী। তিনিও জন্ম থেকেই মূক ও বধির। ইশারায় তিনি বলেন দাদার সংসারে কাঁচা বাড়িতেই তিনি বসবাস করতেন। গোরুর দুধ বিক্রি করেই তাঁর দিন কাটে। কাঁচা বাড়ির একাংশ ভেঙে গিয়েছে। বছর কয়েক আগে থেকে মানবিক প্রকল্পে বিশেষ চাহিদা সম্পন্নের ভাতা পান। তা দিয়েই কোনও রকমে চলে যায়। তাঁর দাদা বংশী নন্দী বলেন, গত মাসে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা বোনের অ্যাকাউন্টে ঢুকেছে। এরজন্য আমরা রাজ্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। বোন আমাদের সঙ্গেই থাকে। কাঁচা বাড়ি তাও বেহাল দশা। বোনের নামে পাকা ঘরের বরাদ্দ হওয়ায় আমরা উপকৃত হয়েছি। আশা করছি, কয়েক মাসের মধ্যেই বাড়ি তৈরি করে নেব।
1d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা