দক্ষিণবঙ্গ

লাভপুরের প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন পুরস্কার

সংবাদদাতা, শান্তিনিকেতন: আগামী শিক্ষক দিবসের দিন পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে শিক্ষারত্ন পুরস্কার পাচ্ছেন লাভপুরের মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাঞ্চন বন্দ্যোপাধ্যায়। তিনি শিক্ষকতার পাশাপাশি সমাজসেবার সঙ্গে যুক্ত। এছাড়াও লেখক হিসাবেও তার পরিচিতি রয়েছে। এলাকার শিক্ষক শিক্ষারত্ন পুরস্কারে ভূষিত হতে চলেছেন, জানতে পেরে গর্বিত সমগ্র লাভপুর ব্লকের মানুষ। 
বীরভূম জেলার লাভপুরের চৌহাট্টার বাসিন্দা কাঞ্চনবাবু শিক্ষাক্ষেত্রে তাঁর অনবদ্য কার্যকলাপের জন্য শিক্ষারত্ন পাচ্ছেন। জানা গিয়েছে, ১৯৯৯ সালে লাভপুরেরই শাষপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন তিনি। পরে ২০০৭ সালে লাভপুরের আদিবাসী এলাকার মজুমদারডাঙা প্রাথমিক বিদ্যালয়ে বদলি হয়ে আসেন। তারপর থেকে ধীরে ধীরে উন্নত হতে থাকে বিদ্যালয় সহ গ্রাম। বিদ্যালয় শিক্ষাকে শিশুমনের কাছে আকর্ষণীয় করে তোলার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি। প্রত্যেক মাসেই ছাত্রছাত্রীদের জন্মদিন পালিত হয় স্কুলে। ছাত্রীদের নিয়ে ফুটবল দল গঠন করা হয়েছে। এছাড়াও উল্লেখযোগ্যভাবে ইন্টারনেটকে ব্যবহার করে ইউটিউবের মাধ্যমে পড়াশোনা শুরু হয়েছে। আদিবাসী অধ্যুষিত এলাকা হওয়ার কারণে ছোট থেকেই শিশুরা স্কুলছুট হয়ে পড়ত। তাই স্কুলে না আসা পড়ুয়াদের স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তিনি। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া মার্বেল, কিত কিত সহ একাধিক খেলা স্কুলে চালু করে ড্রপ আউট পড়ুয়াদের সহজেই ফিরিয়ে নিয়ে আসা হয়। এছাড়াও গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে পড়ুয়াদের সমস্যা মেটাতে স্কুলে প্রচলন করেছেন ওয়াটার বেল প্রথা। করোনা কালে বিভিন্ন স্লোগান লিখে জনগণকে সচেতন করেন তিনি। যার ফলে বীরভূম জেলা পুলিসের থেকেও সম্মানিত হয়েছেন। এছাড়াও তিনি স্থানীয় চৌহাট্টা উচ্চ বিদ্যালয়ে প্রতিবছর শিক্ষক দিবসে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপকদের পুরস্কৃত করেন। সম্প্রতি প্রকাশিত তাঁর লেখা গল্পগ্রন্থ ‘এক টাকার কয়েন’ সমাজে প্রশংসা কুড়িয়েছে। এর আগে তিনি ২০১৯-এ মুম্বইয়ের এমভিএলএ ট্রাস্ট থেকে রাষ্ট্রীয় শিক্ষারত্ন সম্মান পেয়েছেন। কাঞ্চনবাবু বলেন, গত বুধবার আমাকে এই বিষয়ে রাজ্য সরকারের তরফে মেল মারফত জানানো হয়েছে। এই সম্মান আমি আমার সদ্য প্রয়াত বাবা গৌরীশংকর বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করতে চাই। এছাড়াও পুরস্কারের অর্থমূল্য বিদ্যালয়ের উন্নতির কাজে ব্যবহার করা হবে। • মজুমদারডাঙ্যা প্রাথমিক বিদ্যালয়। (ইনসেটে) প্রধান শিক্ষক।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা