দক্ষিণবঙ্গ

রানাঘাটে দুঃসাহসিক ডাকাতির এক বছর পার

দীপন ঘোষাল, রানাঘাট: রানাঘাটে স্বর্ণবিপণিতে ভয়াবহ ডাকাতির এক বছর পূর্ণ হল বৃহস্পতিবার। এই এক বছরে তদন্ত, তল্লাশি, গ্রেপ্তার থেকে শুরু করে চার্জশিট দাখিল সহ অভিযুক্তদের সাজাও ঘোষণা করে দিয়েছে আদালত। কিন্তু তাৎপর্যপূর্ণ ঘটনা হল, স্বর্ণবিপণি থেকে লুট হওয়া গয়নার বেশির ভাগটা গেল কোথায়? পরিমাণটা প্রায় সাড়ে চার কেজি। অন্তত স্বর্ণবিপণি কর্তৃপক্ষের দেওয়া তথ্য তাই বলছে। পুলিসের অবশ্য দাবি, তদন্ত প্রক্রিয়া চলাকালীন যা সোনা উদ্ধার হয়েছে, তার সবটাই ফেরত দেওয়া হয়েছে। 
২০২৩ সালের ২৯ আগস্ট। ভরদুপুরে রানাঘাটের চাবিগেটের কাছে ওই স্বর্ণবিপণির শোরুমে ক্রেতা সেজে হানা দেয় ডাকাত দল। দীর্ঘক্ষণ ধরে লুটপাট চালানো হয়। প্রচুর সোনার গয়না হস্তগত করে শোরুম থেকে বের হয় তারা। ততক্ষণে ঘটনাস্থলে এসে গিয়েছে পুলিস। পালানোর পথে বাধা পেয়ে পুলিসকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে দুষ্কৃতীরা। পাল্টা জবাব দেয় পুলিসও। ধাওয়া করে চার ডাকাতকে ধরাও হয়। পরে গ্রেপ্তার করা হয় আরও একজনকে। রানাঘাট ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলার বিচার প্রক্রিয়া শুরু হয়। ধৃতদের দোষীসাব্যস্ত করে সাজা দিয়েছে আদালত। এই ঘটনার তদন্তে থাকা তৎকালীন রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি, তদন্তকারী আধিকারিক তথা এসআই আলতাব হোসেন এবং এএসআই রতন রায় জাতীয়স্তরে গ্যালান্ট্রি মেডেল পর্যন্ত পেয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত লুঠ হওয়া গয়নার মধ্যে সাড়ে ৪ কেজি উদ্ধারই হয়নি। সব মিলিয়ে দু’কেজি ৩০০ গ্রাম সোনা উদ্ধার করতে সক্ষম হয়েছিল পুলিস। 
ফলে, এই ঘটনার তদন্তে পুলিসের সাফল্যকে ছাপিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন উঠছে, বাকি গয়নার হদিশ কেন পাওয়া গেল না? পাশাপাশি ঘটনার পর ওই শোরুম বা অন্যান্য সোনার দোকানে আপৎকালীন অ্যালার্ম বসানোর বিষয়ে পরিকল্পনা নেওয়া হয়েছিল। এক বছর পেরিয়ে গেলেও তা হয়নি। বুধবার ওই স্বর্ণবিপণির আশপাশের একাধিক মানুষ, নিত্যযাত্রী এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আজও তাঁদের মধ্যে ভয়-ভীতি রয়েছে। বাকি সোনা উদ্ধার না হওয়ায় পুলিসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ওই শোরুমের মালিক তন্ময় ধর। তিনি বলেন, ‘৭ কেজির কিছু বেশি সোনা লুট হয়েছিল। পুলিস উদ্ধার করেছে ২ কেজি ৩০০ গ্রাম। তার অর্ধেক ডাকাত দল শোরুমের ভিতরেই ফেলে গিয়েছিল। ফলে ঘটনায় অপরাধীদের সাজা হয়েছে ঠিকই।  কিন্তু আমাদের ক্ষয়ক্ষতি পূরণ হয়নি। আসলে ওই গয়না খোঁজার চেষ্টা পুলিস আন্তরিকভাবে করেনি বলে মনে হয়েছে। আদৌ কি সেই গয়না ফেরাতে পারবে পুলিস? আমরা নিজেরা নিরাপত্তা নিয়ে কিছু ব্যবস্থা নিয়েছি। পুলিস দিনে একবার শোরুমে টহল দিয়ে যায়। এছাড়া নিরাপত্তা সংক্রান্ত আর কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।’
বিষয়টি নিয়ে রানাঘাট পুলিস জেলার সুপার কুমার সানি রাজ বলেন, ‘ঘটনার তদন্ত শেষ হয়ে গিয়েছে। দোষীরা সাজা পেয়ে গিয়েছে। তদন্তকারী আধিকারিকরা গ্যালান্ট্রি মেডেলও পেয়ে গিয়েছেন। ওই ঘটনায় আর কিছু বাকি নেই। কিন্তু বাকি সোনা উদ্ধার হয়নি বলে যে অভিযোগ, তা নিয়ে আপাতত কিছু বলার নেই। ধৃতদের কাছে আমরা যা সোনা পেয়েছি, সব উদ্ধার করেছি। এর থেকে বেশি আর কিছু বলা সম্ভব নয়।’ 
পুরো সোনা উদ্ধার না হওয়ায় শোরুমের সামনে প্রতিবাদ কর্মীদের। নিজস্ব চিত্র
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা