দক্ষিণবঙ্গ

খড়্গপুরে হিরণের ওয়ার্ডে বহুদিন ধরে বেহাল রাস্তা, ক্ষুব্ধ বাসিন্দারা

সংবাদদাতা, মেদিনীপুর: খড়্গপুর পুরসভার কাউন্সিলার তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের এলাকায় বহুদিন ধরে রাস্তা সংস্কার হয়নি। শহরের ৩৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ তুলেছেন, তালবাগিচা এলাকার রথতলা থেকে হাইস্কুল অবধি রাস্তা খুব বেহাল। ওই রাস্তার বেশিরভাগ অংশ ভেঙে গিয়েছে। বড় বড় গর্তে বৃষ্টির জল জমে থাকায় পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কিন্তু স্থানীয় কাউন্সিলারকে এলাকায় দেখতেই পাওয়া যায় না। পুরসভারও এদিকে নজর নেই বলে তাঁদের অভিযোগ।
পুরসভার চেয়ারপার্সন কল্যাণী ঘোষ বলেন, ওয়ার্ডের রাস্তা সংস্কারে কাউন্সিলারকে উদ্যোগী হতে হবে। উন্নয়নের টাকা বরাদ্দ হয়। কিন্তু ওই ওয়ার্ডের কাউন্সিলারকে বোর্ড মিটিংয়ে সেভাবে দেখা যায় না। রাস্তার অবস্থা নিয়ে কাউন্সিলারের প্রতিনিধির কাছে খোঁজ নেওয়া হবে। কাউন্সিলার তথা বিধায়কের সঙ্গে যোগাযোগ সম্ভব না হওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।
সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটির সম্পাদক দীপঙ্কর দাস অবশ্য বলেন, এই ওয়ার্ডে উন্নয়নের কাজ সবচেয়ে বেশি হয়েছে। অনেক রাস্তা হয়েছে। বিধায়ক তাঁর তহবিল থেকে ৭০ লাখ টাকা দিয়েছেন। পুরসভার তহবিলও আছে। যে রাস্তা নিয়ে অভিযোগ উঠছে, সেটি আগের কাউন্সিলারের আমলে তৈরি হয়েছিল। কিন্তু সময়ের আগেই সেটি বেহাল হয়ে পড়েছে। তাই এখনই সংস্কারের কাজে হাত দেওয়া যাচ্ছে না। কাউন্সিলারের এলাকায় না আসার অভিযোগও তিনি মানতে চাননি। দীপঙ্করবাবু বলেন, এটা একটা অপপ্রচার। কাউন্সিলার এলাকাতেই থাকেন। আসলে শরীর খারাপ হওয়ায় চেকআপের জন্য দিল্লি গিয়েছেন। তাড়াতাড়ি চলে আসবেন। যদিও এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি শাসকদল। তৃণমূল যুব কংগ্রেসের জেলা সহ-সভাপতি অসিত পাল বলেন, কাউন্সিলার তথা বিধায়ককে এলাকায় দেখতেই পাওয়া যায় না। তাহলে কাজ হবে কী করে?  তিনি শেষ কবে এলাকায় এসেছেন, তা সবাই ভুলে গিয়েছেন।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা