দক্ষিণবঙ্গ

ঔদ্ধত্য! ‘তুমি ছেলে হলে চাবকে লাল করে দিতাম’

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: ‘তুমি যদি ছেলে হতে তাহলে চাবকে লাল করে দিতাম।’ তৃণমূলের এক নেত্রীকে এভাবেই আক্রমণ করার অভিযোগ উঠেছে যুব নেতার বিরুদ্ধে। অশ্লীল ভাষায় তাঁকে গালিগালাজও করা হয়। সেই অডিও ভাইরাল হতেই পুরুলিয়ায় তোলপাড় শুরু হয়েছে। যদিও অডিওর সত্যতা যাচাই করেনি ‘বর্তমান’। এধরনের মন্তব্যে নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। কতখানি ঔদ্ধত্য থাকলে একজন মহিলাকে এই ধরনের মন্তব্য করা যায়, তা নিয়ে দলের অন্দরেই প্রশ্ন উঠছে।
তৃণমূল সূত্রের খবর, প্রায় সাড়ে তিন মিনিটের যে অডিওটি ভাইরাল হয়েছে, তা পুরুলিয়ার জয়পুর ব্লকের তৃণমূলের যুব সভাপতি অর্জুন মাহাত ও ওই ব্লকেরই মহিলা সভানেত্রী নীলাঞ্জনা পট্টনায়েকের কথোপকথনের রেকর্ডিং। তাঁরা দু’জনেই পুরুলিয়া জেলা পরিষদের সদস্যও। নীলাঞ্জনাদেবী পুরুলিয়া জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষও। জানা গিয়েছে, দু’জনে একই ব্লকের নেতা-নেত্রী হলেও তাঁদের মধ্যে ‘ঠান্ডা লড়াই’ দীর্ঘদিনের। ব্লকের দলীয় থেকে শুরু করে প্রশাসনিক, এমনকী টেন্ডারের মতো একাধিক বিষয় নিয়ে দু’জনের মধ্যে রেষারেষি লেগেই থাকে। তা নিয়েই সম্প্রতি ফোনে বাকবিতণ্ডায় জড়িয়েছিলেন দু’জনে। ওই ভাইরাল অডিওকে ‘এডিটেড’ বলে দাবি করেছেন অর্জুন। তবে ওই অডিওর সত্যতা স্বীকার করেছেন নীলাঞ্জনা। তিনি বলেন, ‘আমাকে যেভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন অর্জুন তা কি একজন মহিলাকে বলা যায়? দলের শীর্ষ নেতৃত্বকে বিষয়টি জানিয়েছি।’ 
নীলাঞ্জনার অভিযোগ, নিজের জেলা পরিষদের অন্তর্গত তিনটি অঞ্চল ছেড়ে অর্জুন তাঁর এলাকাতেও নাক গলাচ্ছেন। তিনি জানতে পারছেন না, অথচ তাঁর এলাকায় রাস্তার কাজের সূচনা করছেন অর্জুন। এনিয়ে কিছুদিন আগে জেলা তৃণমূলের চেয়ারম্যান হংসেশ্বর মাহাতকে তিনি অভিযোগ করেছিলেন। তা জানতে পেরেই নীলাঞ্জনাকে ফোন করেন অর্জুন। ভাইরাল অডিওতে নীলাঞ্জনাকে বলতে শোনা যায়, ‘আমার এলাকায় রাস্তার কাজের উদ্বোধন হচ্ছে। আমি জনপ্রতিনিধি, অথচ সেখানে তুমি কেন আসবে?’ পাল্টা অর্জুন বলেন, ‘আগে আমি যুব সভাপতি। তারপর জনপ্রতিনিধি। পাবলিক যেখানে ডাকবে আমি সেখানে যাব।’ যদিও, নীলাঞ্জনা নিজের দাবিতেই অনড় থাকেন। তাতেই মেজাজ হারান অর্জুন। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন নীলাঞ্জনাকে। তুমি থেকে ‘তুই’ বলে সম্বোধন করতে থাকেন। নীলাঞ্জনা প্রশ্ন করেন, ‘তুমি এত বাজে বাজে কথা বলছ কেন?’ আরও রেগে অর্জুন বলেন, ‘তুমি যদি ছেলে হতে…।’ ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠেছে জেলাজুড়ে। 
নীলাঞ্জনার পাশে দাঁড়িয়ে জেলা তৃণমূলের মহিলা সভানেত্রী সুমিতা সিং মল্ল বলেন, ‘এই ধরনের নারী বিদ্বেষী মন্তব্যকে তীব্র ধিক্কার জানাচ্ছি। এই মানসিকতার লোকজন আর যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ নিয়ে চলে না।’ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, ‘দল এই মন্তব্যকে সমর্থন করে না। নীলাঞ্জনা লিখিত অভিযোগ জমা দিয়েছে। অর্জুনকে শোকজ করা হয়েছে।’
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা