দক্ষিণবঙ্গ

স্বনির্ভর গোষ্ঠীতে দুর্নীতির অভিযোগ, শান্তিপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুই শীর্ষ পদাধিকারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠল। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রাপ্য কোটি কোটি টাকার কাজের দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুলে বুধবার শান্তিপুর বিডিও অফিস ঘেরাও করেন প্রায় ৫০০ মহিলা। তাঁরা প্রত্যেকেই স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা। এছাড়াও এই দুর্নীতিতে খোদ ব্লকের এক অফিসার যুক্ত রয়েছে বলেও তাঁরা দাবি করেছেন। বিক্ষোভের শেষে তাঁরা বিডিওকে একটি ডেপুটেশন জমা দেন। বৃহস্পতিবার দুপুরে শান্তিপুর ব্লকের বিডিও অফিসে সমবেত হন প্রায় ৫০০ স্বনির্ভর গোষ্ঠীর মহিলা। তাঁদের দাবি, হরিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির দুই শীর্ষ পদাধিকারী দুর্নীতি করছেন। অভিযোগ, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে যে কাজ স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের পাওয়ার কথা, সেই কাজ তাঁদের দেওয়া হচ্ছে না। উল্টে সেই কাজ কম টাকায় বাইরে বেসরকারি সংস্থা থেকে করিয়ে নেওয়া হচ্ছে। বাকি টাকা আত্মসাৎ করা হচ্ছে। যেমন বিভিন্ন স্কুলের পোশাক স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের করার কথা থাকলেও সেই কাজ তাঁরা পাচ্ছেন না। এরসঙ্গে ব্লকের এক অফিসার যুক্ত। তাই সংশ্লিষ্ট ক্লাস্টার বোর্ড ভেঙে নতুন বোর্ড তৈরি সহ একাধিক দাবি নিয়ে বৃহস্পতিবার তাঁরা বিডিও অফিস ঘেরাও করেন। 
বিষয়টি নিয়ে শান্তিপুরের বিডিও সন্দীপ ঘোষ বলেন, আমি গ্রামে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছিলাম। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ব্লক অফিসের যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ, তাঁর বিরুদ্ধেও প্রাথমিক পদক্ষেপ নেওয়া হয়েছে। সমস্ত অভিযোগ এবং তথ্য জেলা প্রশাসনের কাছেও পাঠানো হয়েছে। আমি সরেজমিনে খতিয়ে দেখে এই অভিযোগের সত্যতা পেয়েছি। সমস্ত ক্ষেত্রেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।
22d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা