দক্ষিণবঙ্গ

স্কুলে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ শিক্ষকের

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সরকারি স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার নামে কয়েক লক্ষ টাকার আত্মস্মাৎ করার অভিযোগ উঠল প্রাক্তন তৃণমূল নেতা ঘনিষ্ঠ চিনপাইয়ের এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে। টাকা নেওয়ার পর প্রাথমিক শিক্ষা সংসদ বোর্ডের নামে ফেক মেল আইডি খুলে নিয়োগপত্র পর্যন্ত দিয়ে দিয়েছিলেন ওই অভিযুক্ত শিক্ষক। কিন্তু চাকরি না হওয়ায় বারবার টাকা চাইলেও ওই শিক্ষক আর তা ফেরত দেননি বলে অভিযোগ। অবশেষে থানার দ্বারস্থ হলেন অভিযোগকারীরা। 
জানা গিয়েছে, দুবরাজপুর ব্লকের চিনপাই সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষক মহম্মদ মুসার বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাতের করার অভিযোগ এনেছেন মোট ৫ জন। ২০ আগস্ট সদাইপুর থানার তাঁরা একটি লিখিত অভিযোগ জমা করেছেন। কেউ স্থানীয় কচুজোড়ের বাসিন্দা, কেউ আবার মিনিস্টিলের। দীপক খান, শেখ রবিউল হুসেন, সুকদেব ঘোষ, অপূর্ব মণ্ডল, হাসেনুর আকতারের অভিযোগ, ২০২০ সালে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে এই পাঁচজনের থেকে মোট ৩১ লক্ষ টাকা নিয়েছিলেন স্কুল শিক্ষক মুসা। কিন্তু কারওই আজ পর্যন্ত চাকরি হয়নি। টাকা ফেরত চাইতে গেলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রত্যেককে ফিরিয়ে দেওয়া হয়। তাঁদের আরও অভিযোগ, ২ বছর পর কাঁকরতলা তৃণমূল পার্টি অফিসে মুসার এক নিকটাত্মীয় সকলের উপস্থিতিতে ১২ লক্ষ টাকা ফিরিয়ে দেবে বলে মুচেলেকা দেন। সেই টাকা নাকি বেশ কয়েকবছর আগে নিয়েছিলেন। ফলে এই নিয়ে গোটা এলাকায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। একজন স্কুলশিক্ষক রাজনৈতিক প্রভাব খাটিয়ে এত টাকা তুলল কোন ‘বাহুবলে’, সেই প্রশ্নও উঠছে। জানা যাচ্ছে, মুসা বর্তমানে চিনপাই লেবার কোঅপারেটিভের সদস্য। আগে পরিচালন বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এই কোঅপারেটিভের ডাইরেক্টর তথা প্রাক্তন তৃণমূলের ব্লক সভাপতি ভোলানাথ মিত্রের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মুসা ভোলাবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় চেনা যায়। ফলে চাকরি দেওয়া নিয়ে দুর্নীতির অভিযোগ সামনে আসতেই এলাকার ঠেকে ঠেকে রাজনৈতিক চর্চা নতুন করে আরও কয়েকধাপ এগিয়ে গেল তা বলার অপেক্ষা রাখে না। অভিযোগকারী মুথাবেরিয়ার বাসিন্দা রবিউল বলেন, ২০১৮ সালে জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছিলাম। ১২ লক্ষ টাকার সামান্য কিছু কম টাকা। বলেছিলেন, প্রাথমিক স্কুলে চাকরি দেওয়া হবে। যদিও লিখিত পরীক্ষায় আগে পাশ করিনি। পরে একটি হাতে প্রিন্ট করা নিয়োগপত্রও দিয়েছিল। কিন্তু পরে জানতে পারি ওটি জালি। পরে টাকা ফেরত চাইতে গেলে দিচ্ছি, দেব করে। অবশেষে থানাতে জানালাম। অনেক কষ্ট করে টাকা যোগাড় করে দিয়েছিলাম। এবার সেই টাকা ফেরত চাইছি। আরেক অভিযোগকারী রেজ্জাক খান বলেন, আমার ছেলে দীপকের জন্য টাকা দিয়েছিলাম। তখন ভাবতাম চাকরি হবে। কেননা ওর প্রভাব ছিল ব্যাপক। অনেকের চাকরিও হয়েছে ওইভাবে। কিন্তু চাকরিও হয়নি আর টাকাও ফেরত পাইনি। সেই কারণের পুলিস ও প্রশাসনের দ্বারস্থ হচ্ছি। অন্যদিকে, আরও শোনা যাচ্ছে সামান্য অক্ষর এদিক ওদিক করে মেল আইডি বানিয়ে বেশ কয়েকজনকে নিয়োগপত্রও দেওয়া হয়েছিল। কিন্তু কার গুরুদাক্ষিণ্যে সেটাই মূল প্রশ্নের! অভিযোগকারী স্কুলশিক্ষক মুসাকে প্রতিক্রিয়া জানতে বহুবার ফোন করা হলেও ফোন কেটে দেন। মেসেজেরও উত্তর দেননি। পুলিসের দাবি, মৌখিক অভিযোগ এসেছে। টাকা দেওয়ার কিছু ডকুমেন্টস চেয়ে পাঠানোও হয়েছে। কে টাকা নিয়েছিল তদন্ত করে দেখা হচ্ছে।
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা