দক্ষিণবঙ্গ

রাস্তা সংস্কারের কাজ নিম্নমানের, উঠে যাচ্ছে পিচ, রঘুনাথপুরে তুমুল বিক্ষোভ

সংবাদদাতা, রঘুনাথপুর: রঘুনাথপুর-১ ব্লকের ঝাড়ুখামার মোড় থেকে গোপালচক পর্যন্ত পিচ রাস্তা সংস্কারের কাজে অনিয়মের অভিযোগ উঠল। ঠিকমতো পিচ না দেওয়ায় হাত বা পা দিয়ে ঘষলে পিচ উঠে যাচ্ছে বলে অভিযোগ তুলে বুধবার গ্রামবাসীরা বিক্ষোভ দেখান। রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়। বিডিও রবিশঙ্কর গুপ্তা বলেন, জেলা পরিষদের টাকায় রাস্তাটি সংস্কার হচ্ছে। কাজে অনিয়ম হয়ে থাকলে পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রঘুনাথপুর-বরাকর রাজ্য সড়কের ঝাড়ুখামার মোড় থেকে গোপালচক পর্যন্ত তিন কিলোমিটার পিচ রাস্তা রয়েছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় পিচ রাস্তাটি তৈরি করা হয়েছিল। বর্তমানে রাস্তাটি বেহাল হয়ে পড়ায় সংস্কার হচ্ছে। রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে ঝাড়ুখামার, আগইবাড়ি, খড়বাড়ি, গোপালচক, ধটাড়া প্রভৃতি গ্রামের মানুষজন যাতায়াত করেন। গ্রামের বাসিন্দা বাহাদুর মণ্ডল, দুলাল মণ্ডল বলেন, ঠিকাদার সংস্থা সংস্কারের নামে পিচের উপর আলকাতরা দিয়ে কাজ সেরে দিচ্ছে। রাস্তা তৈরিতে পিচের সঙ্গে পর্যাপ্ত পাথরের চিপস সহ অন্যান্য সামগ্রী দেওয়া হচ্ছে না। ফলে সামান্য ঘসলেই পিচ উঠে যাচ্ছে। কাজে প্রচুর অনিয়ম হচ্ছে। আমরা তদন্তের দাবি জানাই। ঠিকাদার সংস্থাকে আপাতত কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। আগইবাড়ি গ্রামের বাসিন্দা তথা নতুনডি পঞ্চায়েতের বিজেপি সদস্য পথিক মণ্ডল বলেন, ঠিকাদার সংস্থা অত্যন্ত নিম্নমানের কাজ করছে। সামান্য ঘসলেই পিচ উঠে যাচ্ছে। অল্প বৃষ্টি হলেই পিচ উঠে যাবে। বিষয়টি ব্লক প্রশাসনকে জানানো হয়েছে। যদিও ঠিকাদার সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। -নিজস্ব চিত্র
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা