দক্ষিণবঙ্গ

জোর করে বন্‌ধের চেষ্টা, সফল হল না বিজেপি

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: ‘জনবিরোধী’ বন্‌ধকে সফল করতে একপ্রকার জোর করে ময়দানে নেমেছিল বিজেপি। বুধবার সকাল থেকে পদে পদেই তা বুঝিয়ে দিয়েছিলেন বিজেপি নেতারা। যদিও সেই লক্ষ্যে সফল হয়নি পদ্ম শিবির। সকালের দিকে কলকাতাগামী তৃণমূল ছাত্র পরিষদের বাস আটকানো হয় বিভিন্ন জায়গায়। বেশ কিছু জায়গায় ছাত্র পরিষদের সদস্যদের উপর চড়াও হন বিজেপি নেতারা। তাঁদের উদ্দেশ্য সফল হয়নি। দলবেঁধে ছাত্র পরিষদের সদস্যরা কলকাতায় পৌঁছে যান। দোকানপাট বন্ধ রাখতে বিজেপি নেতারা এলাকায় এলাকায় টহল দেন। কৃষ্ণনগরে বন্‌ধ নিয়ে তৃণমূল ও বিজেপিকে সংঘর্ষে জড়াতেও দেখা গিয়েছে‌। ঩সেই ঘটনাকে ঘিরে কৃষ্ণনগর শহরে সাতসকালে ব্যাপক উত্তেজনা ছড়ায়। এমনকী স্কুল বন্ধ রাখতে স্কুলের প্রধান শিক্ষিকাকে হুমকি দিতেও দেখা যায় বিজেপির কার্যকর্তাদের। তাই নিয়ে নিন্দার ঝড় উঠেছে সর্বত্র। বন্‌ধ ডাকা নিয়ে বিজেপির আসল উদ্দেশ্য কী?  বিচার চাওয়া, নাকি বিশৃঙ্খলা তৈরি? এই প্রশ্নই তুলছে সুশীল সমাজ। 
ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে আটটা। কৃষ্ণনগর শহরে তখনও দোকানপাট খোলার সময় হয়নি। রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকারের নেতৃত্বে বিজেপির একটি দল শহরের পোস্ট অফিস মো঩ড়ের দিকে আসে। সেখানে বন্‌ধ সফল করার জন্য তৎপর হন বিজেপি নেতা-কর্মীরা। সেইসময় বিজেপির কার্যকর্তারা পোস্ট অফিস মোড় সংলগ্ন মৃণালিনী গার্লস প্রাইমারি স্কুলে যান। সেখানে তখন মিড ডে মিল চলছিল। সেই সময় স্কুলের মধ্যে বেশ কয়েকজন বিজেপি কর্মী ঢুকে পড়েন। স্কুলের মধ্যে ঢুকে প্রধান শিক্ষিকাকে স্কুল বন্ধ করার জন্য হুমকি দিতে দেখা যায় তাঁদের। 
প্রধান শিক্ষিকা পূর্ণিমা ঘোষ বলেন, ‘আমাদের স্কুলে তখন বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হচ্ছিল। হঠাৎ কয়েকজন স্কুলের মধ্যে ঢুকে পড়ে স্কুল বন্ধ করতে বলেন। কিন্তু ছোট ছোট বাচ্চারা তখন স্কুলের মধ্যে রয়েছে। স্কুল বন্ধ করতে বললেই বন্ধ করা যায় না। অভিভাবকরা বাচ্চাদের স্কুলে দিয়ে গিয়েছেন। এখন স্কুল বন্ধ করে দিলে বাচ্চারা কোথায় যাবে? সেটা ওঁদের জানাই। হুমকির সুরের স্কুল বন্ধ করার কথা বলেছিলেন।’ 
তৃণমূল প্রাথমিক শিক্ষক সেলের জেলা সভাপতি কিংশুক দাস বলেন, ‘জনবিরোধী বন্‌ধ পালন করতে বিজেপি এতটাই উন্মাদ হয়ে পড়েছিল যে শিক্ষাক্ষেত্র ও রাজনৈতিক ক্ষে঩ত্রের মধ্যে পার্থক্য করতে পারেনি। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে স্কুলের মধ্যে ঢুকে গুন্ডামি করার চেষ্টা করছিল। কিন্তু তাতে বিজেপি সফল হয়নি। নদীয়া জেলার সমস্ত প্রাইমারি স্কুল স্বাভাবিকভাবেই চলেছে।’ 
মহাদেব বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন। কাউকেই হুমকি দেওয়া হয়নি। বন্‌ধ পালন করার জন্য আবেদন করা হয়েছে। অনেক জায়গাতেই স্কুল বন্ধ ছিল। বন্‌ধ সামগ্রিকভাবে সফল হয়ে঩ছে।’
মৃণালিনী স্কুল থেকে বেরনোর পর হাই স্ট্রিট চত্বরে তৃণমূল ও বিজেপির কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘটনায় একজন বিজেপি কর্মী গুরুতর জখম হন। বিজেপির কার্যকর্তাদের পাশাপাশি তৃণমূলের বেশ কয়েকজন কাউন্সিলারকে সংঘর্ষে জড়িয়ে পড়তে দেখা যায়। এই ঘটনায় সাতসকালেই কৃষ্ণনগর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 
কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা তৃণমূলের ছাত্র পরিষদের সভাপতি সম্রাট পাল বলেন, ‘বিভিন্ন জায়গায় আমাদের বাস বিজেপির লোকজন আটকে দিয়েছিল। ওরা অশান্তি পাকানোর চেষ্টা করছিল। ঘূর্ণি এলাকায় আমাদের বাস আটকে দলের ব্যানার ওরা ছিঁড়ে দেয়। সকালেই কলকাতার সভায় যাওয়ার জন্য সকলে আসছিল। আমাদের আটকাতে পারেনি।’ ( শান্তিপুর স্টেশনে ট্রেন অবরোধে নেতৃত্ব দিচ্ছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। নিজস্ব চিত্র)
23d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা