চারুপমা

সাজের রকমারি, পুজোর আগে যত্নের নানা টোটকা

যত্ন করে শেপ করা নখ। তাতে আবার নানা রঙের প্রলেপ। কখনও আসমানি শাড়ির সঙ্গে কনট্রাস্ট করে লাগানো বেজ নেলপলিশ। কখনও বা গাঢ় বাদামি জাম্প স্যুটের সঙ্গে ন্যুড শেডের সাজ। নেলপলিশের বাহার থাকে বছরভর। কিন্তু দুর্গাপুজো তো সবসময়ই স্পেশাল। তার জন্য আলাদা যত্নের প্রয়োজন। যা শুরু করতে হবে এখনই।
নখের যত্ন নেওয়ার প্রথম ধাপ হিসেবে আপনাকে জানতে হবে কেন নখ দ্রুত ভেঙে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, একটি প্রোটিনের স্তর দিয়ে নখ গঠিত হয়। অযত্ন এবং অন্যান্য শারীরিক অসুস্থতার কারণে নখ ভঙ্গুর হয়ে যেতে পারে। নখে আর্দ্রতা কমে গেলেও একই ঘটনা ঘটতে পারে। বারবার হাতে জল লাগালে কিংবা সাবানের অতিরিক্ত ব্যবহারেও নখ রুক্ষ হয়ে ভেঙে যেতে পারে। শরীরে ক্যালশিয়াম এবং আয়রনের ঘাটতি থাকলেও নখ ভেঙে যাওয়ার প্রবণতা থাকে। আবার নেল রিমুভারের অতিরিক্ত ব্যবহারের ফলেও নখ পাতলা হয়ে যায়। যত্নের নানা ধাপ
১) নখে জল লাগানোর পরিমাণ কমাতে হবে। যদি সে উপায় না থাকে তাহলে গ্লাভস ব্যবহার করুন।
২) হাত এবং পায়ের নখ নিয়মিত ভাবে পরিষ্কার করা প্রয়োজন। হালকা গরম জলে লিক্যুইড সোপ বা শ্যাম্পু দিয়ে নখ পরিষ্কার করতে পারেন। নরম ব্রাশ ব্যবহার করে নখের কোনা পরিষ্কার করে নিন। 
৩) নখ আর্দ্র রাখুন সব সময়। কারণ নখ রুক্ষ থাকলে ভঙ্গুর হবেই। তাই হ্যান্ড লোশন নখে লাগিয়ে রাখা প্রয়োজন। নিয়মিত ভাবে নখে কোনও ক্রিম লাগানো দরকার। পেট্রোলিয়াম জেলি লাগাতে পারেন। মাখন গরম করে হালকা হাতে মাসাজ করতে পারেন। বাদাম, নারকেল তেল দিয়ে মালিশ করুন। অলিভ অয়েলের সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে মাসাজ করতে পারেন। আবার বেবি অয়েল দিয়ে মাসাজেও নখ ভালো থাকে।
৪) নখ শেপ করে রাখুন। ব্যবহার করুন ভালো মানের নেলপলিশ। ঘন ঘন নেলপলিশ বদল করলেও নখের ক্ষতি হয়।
মডেল: শ্রীপর্ণা রায়
মেকআপ: পম্পা পান্ডা
মডেল: সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়
মেকআপ: সুনন্দা অধিকারী
ছবি: শুভঙ্কর মণ্ডল
 পোশাক: সৌরভ মণ্ডল
 আয়োজক: মধুরিসা শীল
 বিশেষ সহায়তা: রাজ বন্ধন
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা