চারুপমা

পোশাকে নতুন ট্রেন্ড

ফ্রকের হরেক নকশা
টিনএজার-দের জন্য এবার কোমরে কুঁচি বা প্লিট দেওয়া ফ্রক এ বছর পুজো ফ্যাশনে ইন। পাফ স্লিভস ও স্লিভলেস নকশার চাহিদা বেশি। ফ্যাব্রিকের ক্ষেত্রে সুতির পাশাপাশি রেয়ন এবং শিফনও খুবই চলছে, জানা গেল নিউ মার্কেটের স্মিতা স্টোর্সের তরফে। একটু ফ্লোরাল প্রিন্টের দিকে ঝোঁক বেশি, তবে জিওমেট্রিক ও অ্যাসিমেট্রিক প্রিন্টেরও চাহিদা ভালোই। আর আছে এমব্রয়ডারি নকশা। দক্ষিণাপণের খাদি এম্পোরিয়ামের তরফে খবর, এ বছর মিডি ফ্রকের চাহিদা সব বয়সের ক্রেতাদের মধ্যেই রয়েছে। টিনএজাররা নকশার ক্ষেত্রে আংরাখা স্টাইলটা পছন্দ করছে।   

কো-অর্ড সেটের নানারকম
উজ্জ্বল রঙের চাহিদা খুবই বেশি। সাধারণত রেয়ন ফ্যাব্রিকের কো-অর্ড সেটই চাইছে অল্পবয়সিরা। সাধারণভাবে এই ধরনের পোশাকে জংলা প্রিন্টই বেশি নজর কাড়ছে। নেকলাইনে নানারকম নকশা থাকছে। বোট নেক, ভি নেক, কাটওয়ার্ক নেক লাইন — সব ধরনই পাবেন। আছে সিকুইন ও সরু লেসওয়ার্ক। অনেক সময় এতে ফ্রন্ট পকেট থাকছে। অনেকক্ষেত্রে আবার সিকুইনের পাশাপাশি হালকা সুতোর নকশাও থাকছে।  

থ্রি পিস সেট
নিউ মার্কেটের রাজকমল-এর তরফে জানা গেল, থ্রি পিস সেট ও থ্রি পিস স্যুট পিসের বিশেষ চাহিদা রয়েছে। এই ধরনের সেটে কামিজ, পালাজো, স্ট্রেট প্যান্টের সঙ্গে থাকছে ওড়না। কামিজে কাশ্মীরি, পারসি, ফুলকারি, ক্রুশের নকশা থাকছে। এর সঙ্গে মোটামুটি সাধারণ ওড়না এবং কনট্রাস্ট রঙের স্ট্রেট প্যান্ট বা পালাজো পাবেন। কামিজ প্রিন্টেড হলে ওড়নায় জমকালো কাজ থাকে। অনেক সময় পালাজো বা স্ট্রেট প্যান্টের নীচের দিকে কামিজের কাপড় দিয়ে প্যাচওয়ার্ক করা থাকে। 

ছেলেদের পুজোর পোশাক
ছেলেদের সাজেও বাহুল্য রয়েছে। টি-শার্টে পাবেন সিকুইনের হালকা কাজ। কোনওটা রাউন্ড নেক, কোনওটা আবার ভি নেক। কিছু টি-শার্টে গতানুগতিক কলারও দেওয়া হচ্ছে। সিলভার ওয়ার্ক খুবই বেশি মাত্রায় পাওয়া যাবে টিনএজ বয়েজ ফ্যাশ঩নে। হালকা অ্যাবস্ট্র্যাক্ট প্রিন্টের উপর রুপোলি কাজ। শার্টও পাবেন নানারকম নকশা। মাল্টিকালারড চেকস প্রতি বছরের মতোই এবছরও বাজার জাঁকিয়ে বসেছে। প্রিন্টের মধ্যে চড়া রঙের ডিজাইন বেশি। 
কমলিনী চক্রবর্তী
• মডেল: শন ব্যানার্জি, অনুষ্কা গোস্বামী • মেকআপ ও হেয়ার: সৌরভ দাস 
• শাড়ি: সন্ধ্যারাগ বুটিক, যোগাযোগ: ৯৮৩০০৩২৫৩৭
• ছবি: সুদীপ্ত চন্দ
• গোল্ডেন পাঞ্জাবি ও মেরুন ধুতি: রেণি, যোগাযোগ: ৯২৩০৫১৮৯৩৬
• পিঙ্ক পাঞ্জাবি ও ব্ল্যাক ধুতি: উত্তরীয়, যোগাযোগ: ৯৮৩১৮৩৪৫৫৬

• শ্যুটিংস্থল: নোভোটেল, যোগাযোগ: ৮৫৮৪০৭৭০৮৩
• খাবার সৌজন্য: চাওম্যান, যোগাযোগ: ১৮০০৮৯০২১৫০
• গ্রাফিক্স: সোমনাথ পাল
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ধর্মকর্মে সক্রিয় অংশগ্রহণে মানসিক তৃপ্তি ও সামাজিক সুনাম। পেশাদার শিল্পীদের শুভ সময়।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.১৫ টাকা৮৪.৮৯ টাকা
পাউন্ড১০৮.২৫ টাকা১১১.৮০ টাকা
ইউরো৯০.৭১ টাকা৯৩.৮৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা