দেশ

বাতিল ১৫টি উড়ান, দেরিতে চলছে একাধিক ট্রেন! ঘন কুয়াশায় বিপর্যস্ত দিল্লি

নয়াদিল্লি, ৫ জানুয়ারি: ঘন কুয়াশার জেরে বিপর্যস্ত দিল্লি। ট্রেন থেকে বিমান সর্বত্র ব্যাহত পরিষেবা। কুয়াশাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবনও। আজ, রবিবারও ঘন কুয়াশার কারণে দিল্লিতে বাতিল করা হয়েছে ১৫টির বেশি উড়ান। ১৮০টির বেশি বিমান চলছে দেরিতে। কুয়াশার জেরে দিল্লিগামী ও দিল্লি থেকে অন্যত্র যাওয়া ৬০টির বেশি ট্রেন চলছে দেরিতে। প্রায় ছ’ঘণ্টা দেরিতে চলছে ট্রেনগুলি। গতকাল, শনিবার দিল্লিতে দৃশ্যমানতা নেমে গিয়েছিল শূন্যতে। প্রায় ৯ ঘণ্টা এই পরিস্থিতি বজায় ছিল। ২৫ মিনিট করে দেরিতে চলছে ১৮০টির বেশি বিমান। আজ, রবিবার ভোর ৪টে থেকে সকাল ৮টা পর্যন্ত ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের (নয়াদিল্লি) দৃশ্যমানতা ছিল শূন্য। তবে বেলা বাড়তে কিছুটা উন্নতি হয়েছে সেই পরিস্থিতির। জানা গিয়েছে, এদিন সকাল ৮টার পর দৃশ্যমানতা ৫০ মিটারে দাঁড়িয়েছে বিমানবন্দরে। দিল্লির সফদরজাংয়ে এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করে আইএমডি। আজ, রবিবার সকালে সেখানকার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকালে দিল্লির পালামে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস। দিল্লির বাতাস আজ, রবিবারও বেশ ‘খারাপ’ রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, রবিবার দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকবে। ধোঁয়া ও মাঝারি মাত্রায় কুয়াশা লক্ষ্য করা যাবে দিল্লির কয়েকটি এলাকায়। বিশেষ করে সন্ধ্যার পর ধোঁয়া ও কুয়াশার দাপট বাড়তে পারে। আজ, রবিবার দিল্লির সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।
2d ago
কলকাতা
রাজ্য
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

একাধিক সূত্র থেকে আয় ও সঞ্চয় বৃদ্ধির যোগ। কাজকর্মে উন্নতি হবে। মানসিক চঞ্চলতা ও ভুল...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.৯৬ টাকা৮৬.৭০ টাকা
পাউন্ড১০৪.৮৮ টাকা১০৮.৫৯ টাকা
ইউরো৮৬.৮৭ টাকা৯০.২১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা