বর্তমান পত্রিকা : Bartaman Patrika | West Bengal's frontliner Newspaper | Latest Bengali News, এই মুহূর্তে বাংলা খবর
চারুপমা

সুগন্ধি ব্যবহারের ভুল

‘মন্ত্রী বলে, এসেন্স দিছি— গন্ধ তো নয় মন্দ!’ সুকুমার রায়ের ‘গন্ধ বিচার’-এর গন্ধ মিশে থাকে বাঙালির স্মৃতির রন্ধ্রে রন্ধ্রে। রসিকজন সেই ‘এসেন্স’-এর খোঁজ করেন বইয়ের পাতা থেকে দৈনন্দিনের চেনা মাটিতেও। সুগন্ধ প্রিয় সকলেই। কিন্তু সুগন্ধি ব্যবহারের নিয়ম না জানলে সেই প্রিয় জিনিসটি মুহূর্তেই অপ্রিয় হয়ে যেতে পারে। তাই প্রতিদিনের সুগন্ধি ব্যবহারের আগে কিছু নিয়ম মানতেই হবে। কিছু ভুল এড়িয়ে চললে বিপদ থেকেও দূরে থাকবেন।
১) নতুন পারফিউম ব্যবহার করলে প্রথমবার স্প্রে করার পর অন্তত ৩০ সেকেন্ড অপেক্ষা করুন। তারপর গন্ধ নিন। পারফিউমের মধ্যে অ্যালকোহল থাকলে তা ওই সময়ের মধ্যে উবে যাবে। ফলে অ্যালার্জির সম্ভাবনা কমবে।
২) ১০ থেকে শুরু করে প্রায় ২০০টি উপাদান দিয়েও পারফিউম তৈরি হয়। প্রতিটি উপাদানের ভারসাম্য গন্ধকে সুন্দর করে তোলে। ফলে উপাদানের মধ্যে কোনও একটি বা দু’টি আপনার অপছন্দের তালিকায় থাকলেই সম্পূর্ণ সুগন্ধিটি বাতিল করে দেবেন না। কারণ সব উপাদান সঠিক মাত্রায় মিশ্রিত হওয়ার পর সেই গন্ধ আপনার পছন্দ হতেও পারে।
৩) বেশি সূর্যের তাপ অথবা অত্যন্ত ঠান্ডা সুগন্ধির মধ্যে থাকা তেলের ভারসাম্য নষ্ট করতে পারে। ফলে স্বাভাবিক তাপমাত্রায় সুগন্ধি রাখুন।
৪) বিশেষজ্ঞদের মতে, শরীরের তাপমাত্রার সঙ্গে সঙ্গে সুগন্ধি বেশি কার্যকরী হয়ে ওঠে। শরীরের ‘পালস পয়েন্ট’-এ সুগন্ধি স্প্রে করুন। কানের পিছনে, গলায়, মণিবন্ধে সুগন্ধি লাগালে তার গন্ধ দীর্ঘস্থায়ী হবে।
৫) একই সুগন্ধি থেকে এক একজনের ত্বকে স্প্রে করার পর এক একরকম গন্ধ তৈরি হতে পারে। সুতরাং অন্যকে দেখে নয়, আপনার ত্বকে যে গন্ধ ভালো মানাবে, তা সংগ্রহ করুন। সেজন্য কেনার আগে পরখ করে নিন।
৬) গন্ধ সাধারণত এক ঘণ্টা, চার ঘণ্টা, ছয় ঘণ্টা, কখনও বা টানা ১৬ ঘণ্টা স্থায়ী হয়। ফলে দিনভর ফুরফুরে থাকতে ব্যাগে ক্যারি করুন। যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারেন। 
৭) পারফিউমে মূলত সুগন্ধি তেল এবং অ্যালকোহলের মিশ্রণ থাকে। বেশ কিছু সুগন্ধিতে আবার নানা প্রকার রাসায়নিকও থাকে। ফলে ত্বক অ্যালার্জিপ্রবণ হলে কেনার আগে উপকরণগুলি সম্বন্ধে ভালো করে জেনে নিন। কোনও পারফিউম ইথানল ও আইসোপ্রোপাইল অ্যালকোহল দিয়ে তৈরি হয়। যা কারও ক্ষেত্রে চর্মরোগও সৃষ্টি করতে পারে। ফলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।
৮) কিছু সুগন্ধিতে প্যাথালেটস, গ্যালাক্সোলাইড, গ্লাইকোল নামক যৌগ থাকে। এই সব যৌগ বেশি মাত্রায় শরীরে গেলে শ্বাসের সমস্যাও দেখা দিতে পারে। ফলে ব্যবহারের আগে সতর্ক হোন। সব ধরনের ত্বকে সব পারফিউম কার্যকরী নয়।
স্নানের পর ত্বক আর্দ্র থাকে। রোমকূপ উন্মুক্ত থাকে। সেসময় সুগন্ধি ব্যবহার করলে ত্বক সহজে শুষে নিতে পারে।
2Months ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

উত্তম ধনোযোগ পরিলক্ষিত হয়। পারিবারিক ক্ষেত্রে দিনটি ভালো বলা যায়। কাজকর্মে শুভফল লাভ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৬.৬৩ টাকা৮৮.৩৭ টাকা
পাউন্ড১০৬.৯২ টাকা১১০.৬৭ টাকা
ইউরো৮৯.১৭ টাকা৯২.৫৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা