চারুপমা

গোলাপ জলে চুলের যত্ন: শীতে চুল ভালো রাখতে কীভাবে ব্যবহার করবেন গোলাপ জল?
 

গোলাপ জল রূপচর্চার অন্যতম উপাদান। ত্বক ভালো রাখতে নানাভাবে এর ব্যবহারের পরামর্শ দেন রূপবিশেষজ্ঞরা। কিন্তু চুলের যত্নেও গোলাপ জল সমান উপকারী। বিশেষত শীতে চুল শুষ্ক হয়ে যায়। ফলে দৈনন্দিন যত্নে গোলাপ জল ব্যবহার করতে পারেন। গোলাপ জলে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা উদ্বেগ কমায়, নার্ভ সতেজ রাখে। তাতে চুলের বৃদ্ধিও হয়। গোলাপ জলের সুগন্ধ শান্ত রাখে। কীভাবে ব্যবহার করলে উপকার পাবেন, রইল তারই হদিশ।
• শুষ্ক চুল হলে মাথার তালুতে গোলাপ জল ব্যবহার করুন। এতে তালু আর্দ্র থাকবে। দূষণ থেকে তৈরি হওয়া ময়লা জমে চুল পড়ে যায়। সেক্ষেত্রেও রক্ষাকবচ গোলাপ জল। শীতে খুশকির সমস্যা কমবেশি সকলেরই হয়। গোলাপ জলের অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান খুশকি কমাবে। সপ্তাহে অন্তত তিনদিন স্ক্যাল্পে গোলাপ জল লাগিয়ে শ্যাম্পু করে ফেলুন। কোঁকড়া চুল সামলাতেও সাহায্য করে এই টোটকা। 
• গোলাপ জলে ভিটামিন এ, ই এবং বি থ্রি রয়েছে। অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি-ইনফ্লামেটরি উপাদানে ভরপুর এই উপাদান মাথার তালুতে লাগালে চুলকানি ভাবও কমবে। চুলের ফলিকলগুলিকেও শক্তিশালী করতে পারে।
• তৈলাক্ত তালু বড় সমস্যার কারণ। বছরের যে কোনও সময় তৈলাক্ত চুলে ময়লা বেশি আটকায়। অতিরিক্ত তেল ক্ষরণে চুলের স্বাস্থ্য খারাপ হয়। গোলাপ জল সেই অতিরিক্ত তেল ক্ষরণে বাধা দেবে। মাথার তালু শুষ্ক রাখবে। এর মধ্যে থাকা পিএইচ চুলের তৈলাক্ত ভাবকে ব্যালান্স করবে।
• গোলাপ জল হেয়ার স্প্রে হিসেবেও ব্যবহার করতে পারেন আপনি। আবার সরাসরি মাথার তালুতে গোলাপ জল ব্যবহার করতে পারেন। সেটা না করতে চাইলে সপ্তাহে অন্তত দু’দিন গোলাপ জল সমৃদ্ধ শ্যাম্পু এবং কন্ডিশনার ব্যবহর করুন। 
• গোলাপ জল অন্য কোনও উপাদানের সঙ্গে মিশিয়েও ব্যবহার করতে পারেন। একটি পাত্রে পরিমাণ মতো অ্যালোভেরা জেল নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। এর মধ্যে পছন্দের একটি এসেনশিয়াল অয়েলও মেশাতে পারেন। এই প্রতিটি উপকরণ ভালো করে মিশিয়ে চুলে এবং মাথার তালুতে লাগিয়ে নিন। চুল স্বাস্থ্যকর হবে।
• যদি আপনার ত্বক অতিরিক্ত স্পর্শকাতর হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। গোলাপ জল কতটা পরিমাণে এবং কোন ধরনের উপাদান মিশিয়ে ব্যবহার করলে কোনও ক্ষতি হবে না, সে বিষয়ে চিকিৎসকের দেখানো পথেই এগনো উচিত।
7d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মের ক্ষেত্রে দিনটি বিশেষ শুভ। নতুন যোগাযোগ ও উপার্জন বৃদ্ধির ক্ষেত্র প্রস্তুত হতে পারে। বিদ্যায়...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৪.১৩ টাকা৮৫.৮৭ টাকা
পাউন্ড১০৪.২৭ টাকা১০৭.৯৮ টাকা
ইউরো৮৬.৪২ টাকা৮৯.৭৮ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা