ব্ল্যাকবোর্ড

মহানায়কের ঘুড়ি ওড়ানো

চারিদিকে রব উঠল ‘ভোকাট্টা’। উঠবে না-ই বা কেন! ছেলের দল ঘুড়ি কেটেছে। তাও আবার যার তার ঘুড়ি নয়, মহানায়ক উত্তমকুমারের। আশপাশের বাড়ি থেকে দ্বিগুণ উচ্ছ্বাসে ফেটে পড়ছে তারা। খুদেদের সেই আনন্দ দেখে মহানায়কের মুখে শিশুর সারল্য মাখা হাসি। নিজের ঘুড়ি কেটেছে, তা সত্ত্বেও তিনিও আনন্দে চেঁচিয়ে উঠলেন, ‘ভোকাট্টা’। 
বিশ্বকর্মা পুজো ঘিরে বাঙালির আবেগ চিরন্তন। এর সঙ্গে যোগ হয় ঘুড়ি ওড়ানোর নেশা। এই নেশা সাধারণ বাঙালির মতোই গ্রাস করেছিল মহানায়ককেও। খুব ছোট থেকেই ছিল তাঁর ঘুড়ির নেশা। মহানায়ক হওয়ার পরও সেই নেশা কাটেনি। প্রতি বছর তাঁর বাড়ির ছাদে বসত আসর। ঘুড়ি ওড়ানোয় যোগ দিতেন উত্তমকুমার স্বয়ং। বলতেন, ‘সব ঘুড়ি কেটে কেটে আকাশটা একেবারে ফাঁকা করে দেব।’ তবে ঘটত উল্টোটা। দামাল ছেলের মাঞ্জার টানে কাটা পড়ল উত্তমকুমারের ঘুড়িই। তাতে অবশ্য বিশেষ কষ্ট পাননি নায়ক। বরং খুশি হয়েছিলেন। নিজেই বলেছিলেন, ‘আমি চেয়েছিলাম ভোকাট্টা হতে।’ সাংবাদিক রবি বসু উত্তমকুমারের এ কথা শুনে রীতিমতো অবাক হন। বলেন, ‘ঘুড়ি কেটে ওরা আনন্দে রীতিমতো উৎসব করছে।’ সেকথা শুনে হাসতে হাসতে মহানায়ক বলেন, ‘ওরা তো জানে এই ছাদে আমি ঘুড়ি ওড়াই। চেয়েছিলাম, একবার ওরা আমার ঘুড়িটা কাটুক। আমার ঘুড়ি কাটার পর বাচ্চা বাচ্চা ছেলের মুখগুলো আনন্দে কতটা উজ্জ্বল হয়েছিল, একবার ভেবে করে দেখুন তো!’ প্রতি বছর এমনভাবেই বিশ্বকর্মা পুজোর উদযাপনে মাততেন উত্তমকুমার। তাঁর ছাদের আসরে যোগ দিতেন অনেকে। ঘুড়ি ওড়ানোর ফাঁকে চলত খানাপিনা। আর মাঝেমাঝে তিনি চিৎকার করে বলে উঠতেন— ‘ভোকাট্টা’।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা