ব্ল্যাকবোর্ড

মুশকিল আসান ‘টেনশন ঠাকুর’

সামনেই পরীক্ষা? ফল নিয়ে প্রচণ্ড টেনশন? অথবা বয়স হলেও চাকরি জোটেনি? ‘বাপের হোটেলে’ই কাটছে জীবন? যে কোনও সমস্যার একটাই সমাধান—টেনশন ঠাকুর। না, এটাকে কোনও জ্যোতিষীর বিজ্ঞাপন ভাববেন না। হিন্দু শাস্ত্রে এমন কোনও নিদর্শন না পেলেও বিভিন্ন লৌকিক দেবদেবীর মতো কোচবিহারে পূজিত হন টেনশন ঠাকুর। তবে এই দেবতা তুলনায় অনেক নবীন। কিন্তু প্রশ্ন হল, এই টেনশন ঠাকুরের পুজো শুরু হল কীভাবে? 
পিছিয়ে যেতে হবে বছর আটেক আগে। বেকারত্ব, অর্থাভাব সহ নানা সমস্যায় জর্জরিত কোচবিহারের মেখলিগঞ্জের অল্পবয়সিরা মুক্তির পথ খুঁজতে দ্বারস্থ হন স্থানীয় পুরোহিত গণেশ অধিকারীর কাছে। সেই অসহায় মানুষদের সমস্যার কথা শুনে অভিনব এক উপায় বাতলে দেন গণেশ পুরুত। জীবন থেকে ‘টেনশন’ দূর করাই যেহেতু লক্ষ্য, তাই তিনি পরামর্শ দিলেন টেনশন ঠাকুরের উপাসনা করতে। কিন্তু এমন ঠাকুরের কথা কেউ তো আগে শোনেননি। শাস্ত্র পড়েও তাঁর রূপ তো মেলে না। তাহলে মূর্তি হবে কেমন? সেই ‘টেনশন’ থেকে মুক্তি দিলেন এলাকারই এক মৃৎশিল্পী। একটি বোল্ডারকে কেটে অনেকটা মানুষের মুখের আকৃতি তৈরি করে দিলেন তিনি। ওই মুখাবয়বটিকেই টেনশন ঠাকুর রূপে পুজো করেন মেখলিগঞ্জের নিজতরফ এলাকার বাসিন্দারা। ঠাকুরের মাথায় রয়েছে বাটি ছাঁট চুল আর বেশ তাগড়াই গোঁফ। স্কুল হোক বা চাকরির পরীক্ষা, এই ঠাকুরের শরণাপন্ন হলে নাকি সমস্ত টেনশন থেকে মেলে মুক্তি। পুরোদস্তুর মন্দির গড়ে না উঠলেও টেনশন ঠাকুরের মাথার উপরে রয়েছে ছাউনি। প্রতি বছর জ্যৈষ্ঠ সংক্রান্তিতে পুজো হয় এই নব্য লৌকিক দেবতার। নৈবেদ্য হিসাবে দেওয়া হয় বিভিন্ন প্রকার ফলমূল। ধূপ-ধুনো দিয়ে মন্ত্র ছাড়াই চলে পুজো। পুজো শেষে ভোগ হিসেবে থাকে খিচুড়ি। আজকের যুগে টেনশন নেই, এমন কোনও মানুষ নেই। ফলে টেনশন ঠাকুরের দরবারে যে কাতারে কাতারে লোক ভিড় জমাবেন, বলাই বাহুল্য। ফলে দিন দিন বাড়ছে ভক্ত সংখ্যা। 
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা