ব্ল্যাকবোর্ড

‘লস্ট অ্যান্ড ফাউন্ড’

অবসর সময়ে আমাদের অনেকের মনে পুরনো দিনের নানান স্মৃতি ভিড় করে আসে। বিশেষ করে ছোটবেলার দিনগুলোকে ফিরে পেতে মন চায়। ছোটবেলায় ছাদে উঠে ঘুড়ি ওড়ানো, পুজোমণ্ডপের ভিড়ের মধ্যে ঠাকুর দেখা, কিংবা প্রথম মেট্রোরেলে চড়া এসব নানা স্মৃতি অনেকের মনের মধ্যেই ঘোরাফেরা করে। এমনই নানা স্মৃতি ক্যানভাসে ফুটিয়ে তুলে তা নিয়ে চিত্র প্রদর্শনী করলেন প্রবাসী শিল্পী অম্বরনাথ সিংহ। অ্যাকাডেমি অব ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে সম্প্রতি আয়োজিত এই চিত্র প্রদর্শনীর নাম দিয়েছিলেন ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’। শিল্পীর কথায় জীবন পরিবর্তনশীল। সেটিকে মেনে নিয়েই তাঁর ছবিতে একদিকে যেমন পুরনো কলকাতা ও হাওড়ার চালচিত্র রয়েছে তেমনি রয়েছে আজকের কলকাতারও কিছু ছবি। বর্তমানে মুম্বইনিবাসী হলেও অম্বরনাথের ছোটবেলা কেটেছে হাওড়ায়। তাই বিশ্বকর্মা পুজোয় আকাশভরা ঘুড়ি, ইস্ট বেঙ্গল-মোহন বাগানের খেলা বা হাওড়ার অলিগলি, মহাত্মা গান্ধী রোডে বৃষ্টিভেজা বিকেল—এমনই সব দৃশ্যকল্প ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন তিনি। অম্বরনাথ বলেন, জীবনে কিছু জিনিস আছে, যা আদি অকৃত্রিম। যেমন দুর্গাপুজোয় মানুষের উদ্দীপনা, ইডেনে ক্রিকেটপ্রেমী মানুষের ভিড়। এসব আগেও ছিল, এখনও আছে, পরেও থাকবে। সেই বিষয়ও রং-তুলিতে ফুটিয়ে তুলেছেন তিনি। ২২টি ছবি নিয়ে তাঁর একক চিত্র প্রদর্শনীতে পুরাতন ও নতুনের মেলবন্ধন হয়েছে। অম্বরনাথের ছবি আঁকার শুরু বাবা স্বর্গীয় রণেন্দ্রনাথ সিংহের থেকে। চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট পাশাপাশি তাঁর বাবা সরকারি আর্ট কলেজের কৃতি ছাত্র ছিলেন। মাত্র ৮ বছর বয়সে বাবার সঙ্গেই অ্যাকাডেমি অব ফাইন আর্টসে প্রদর্শনী করে নজর কেড়েছিলেন অম্বরনাথ। বর্তমানে কর্মব্যস্ত জীবনেও আঁকা ছাড়েননি। অবসর পেলেই বসে যান রং আর তুলি নিয়ে। আর সেই আঁকাগুলো নিয়েই করলেন চিত্র প্রদর্শনী। প্রায় ২৫ বছর আগে কাজের সূত্রে হাওড়া শহর ছেড়েছিলেন অম্বরনাথ। আজ তিনি তথ্যচিত্র পরিচালক, নাম করেছেন অ্যানিমেশন জগতেও। শিল্পীর কথায়, কাজের ফাঁকেও মন পড়ে থাকে নিজের শহরে। আঁকার ম঩ধ্যে দিয়েই তাই ফিরে আসি এ শহরে।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা