ব্ল্যাকবোর্ড

টেরাকোটায় খোদিত রামায়ণ

সড়কপথে বোলপুর থেকে মাত্র ৩ কিলোমিটার। সেখানেই ছোট্ট গ্রাম সুরুল। সেই গ্রামের ঐতিহ্য ঘিরে রেখেছে সরকার বাড়ি। একসময়ের জমিদার সরকার পরিবারের এই বাড়িই সুরুল রাজবাড়ি হিসেবে পরিচিত। রাজবাড়ির আনাচে-কানাচে ব্যক্ত হয়েছে প্রাচীন গ্রাম বাংলার সংস্কৃতি। রয়েছে টেরাকোটার তিনটি মন্দির। আনুমানিক ১৮৩০ সালে ছোট সরকার বাড়ির লক্ষ্মী-জনার্দন মন্দিরটি নির্মাণ করা হয়েছিল। এলাকাবাসীর ধারণা, গোটা গ্রাম তো বটেই, এমনকী বীরভূমের প্রাচীন সব মন্দিরগুলির মধ্যে টেরাকোটার লক্ষ্মী-জনার্দন মন্দির সর্বসেরা। পশ্চিমমুখী এই মন্দির পঞ্চরত্ন শিল্প কারুকাজে তৈরি। গর্ভগৃহের একটিই প্রবেশপথ। মন্দিরের সামনের দেওয়ালে টেরাকোটার কাজ। ত্রিখিলান প্রবেশপথে বর্ণিত হয়েছে রাম-রাবণের যুদ্ধের দৃশ্য। অন্য একটি খিলানে রামচন্দ্রের অভিষেকের ছবি খোদাই করা। তাতে দেখা যাচ্ছে, সিংহাসনে বসে রয়েছেন রাম-সীতা। আর তাঁদের প্রণাম করছেন জাম্বুবান সহ অন্য বানর সম্রাটরা। এছাড়াও রয়েছে মহর্ষি বাল্মীকি ও অন্যান্য মুনি-ঋষিদের যজ্ঞ অনুষ্ঠান। আবার অন্তঃপুরের রমণীদের প্রসাধনের দৃশ্যও খিলানে খোদিত রয়েছে। আর একটি খিলানে দেখা যায় রাবণরাজাকে। সেখানে রয়েছে রণভূমে হনুমানের সঙ্গে রাক্ষস বাহিনীর লড়াইয়ের দৃশ্য। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশনের তথ্য অনুযায়ী, রানাঘাটের জনৈক শিল্পীকে দিয়ে এই টেরাকোটার মন্দির বানিয়েছিল সরকার পরিবার।
পঞ্চরত্ন মন্দিরের পাশে রয়েছে আরও দু’টি মন্দির। আনুমানিক ১৮৩১ সালে এই দু’টি নির্মিত হয়েছিল। এই মন্দিরগুলিতেও রমায়ণের নানা মুহূর্ত বর্ণিত। এক মন্দিরের দরজার দু’দিকে অনেকগুলি নারীমূর্তির মুখাবয়ব। তাঁরা সীতার অন্তঃপুরের সখী বলে ধরে নেওয়া হয়। এছাড়া অন্যান্য মূর্তিও টেরাকোটায় খোদাই করা হয়েছে। অন্য আর একটি মন্দিরের খিলানে সপরিবারে মা দুর্গার মূর্তি। এই মন্দিরেও স্থান পেয়েছেন আরও অন্য দেবদেবী। মন্দির দু’টিতে রয়েছে শিবলিঙ্গও। এখানে নিত্য পুজো হয়।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা