ব্ল্যাকবোর্ড

খালি হাতে ফেরেন না কেউ

যা চাইবেন তা-ই পাবেন! হারানো জিনিস খুঁজে পাবেন! দেবী গুপ্তমণিকে তুষ্ট করতে পারলে পূরণ হবে মনস্কামনা! এমনই বিশ্বাস ভক্তদের। ঝাড়গ্রাম থেকে প্রায় ২৬ কিমি এবং খড়্গপুর স্টেশন থেকে ১৮ কিমি দূরে রাজবাঁধে অবস্থিত দেবী গুপ্তমণির মন্দির। খেমাশুলি স্টেশন থেকেও যাওয়া যায়। জনশ্রুতি অনুযায়ী, স্বপ্নাদেশ পেয়ে গড়ে উঠেছিল এই ধর্মস্থান। খুবই জাগ্রত গুপ্তমণি দেবীর সেই আর্বিভাবও বেশ চমকপ্রদ। আনুমানিক ১২৭২ বঙ্গাব্দের কথা। ঝাড়গ্রামের রাজা রঘুনাথ মল্ল-উগাল-ষণ্ডদেবের প্রিয় হাতি নিখোঁজ হয়ে গিয়েছিল। রাজপরিবারের তরফে অনেক  খানাতল্লাশের পরও খুঁজে পাওয়া যায়নি তাকে। পরে একদিন রাজা স্বপ্নে দেখেন, এক কিশোরী তাঁকে এসে বলছে শুকনিবাসার গভীর জঙ্গলের মাঝে হাতিটিকে পাওয়া যাবে। পরদিন সৈন্যবাহিনী সেখানে পৌঁছে দেখতে পায় রাজার প্রিয় পোষ্যকে। শোনা যায়, সেই রাতেই শুকনিবাসা গ্রামে শবর সম্প্রদায়ের নন্দ ভক্তা স্বপ্নাদেশ পান। স্বপ্নের মধ্যে দেবী জানান, জঙ্গলের মাটির তলায় গুপ্ত অবস্থানে রয়েছেন তিনি। এবার নিত্যদিন পুজো পেতে চান। সেইমতো একটি মরা কারি গাছের তলায় মাটি খুঁড়ে পাথরের নীচে শিলাময়ী 
মূর্তি খুঁজে পান নন্দ। বুনো ফল আর ফুল দিয়ে সেখানেই তিনি প্রতিষ্ঠা করেন দেবীকে। গুপ্ত অবস্থায় থাকার জন্য দেবীর নাম হয় গুপ্তমণি। সেই থেকে পুজো হয়ে আসছে সেই জায়গায়। শবরদের আরাধ্যা দেবী হলেও দুর্গারূপে পূজিত হন গুপ্তমণি। মূলত লোকায়ত ধারায় পুজো করেন সেই সম্প্রদায়ের দেহুরি বা পুরোহিতরা।
1Month ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে উন্নতি ও কর্মসূত্রে বিদেশ গমন হতে পারে। বিলাস দ্রব্যের ব্যবসায় বেশি লাভের সম্ভাবনা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.২৫ টাকা৮৪.৯৯ টাকা
পাউন্ড১০৭.১৯ টাকা১১০.৯৬ টাকা
ইউরো৮৯.৩৫ টাকা৯২.৭৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা