উত্তরবঙ্গ

লাঙলের ফলায় মাটি থেকে উঠে আসা প্রতিমায় পুজো যুগ যুগ ধরে

সংবাদদাতা, ময়নাগুড়ি: জমিতে কৃষি কাজ করতে গিয়ে হঠাৎ করে আটকে গিয়েছিল লাঙলের ফলা। এরপর মাটি খুঁড়ে পাওয়া যায় মূর্তি। সেই মূর্তি ছিল কষ্টি পাথরের। আর সেই মূর্তিতেই ময়নাগুড়িতে কয়েক যুগ ধরে পুজো হয়ে আসছে। প্রতিমার নাম পেটকাটি। যা থেকে এলাকার নাম পেটকাটি হয়েছে। ময়নাগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডে পেটকাটি মন্দিরে চলছে পুজোর আয়োজন। কথিত আছে, এই ঠাকুরের কাছে মনস্কামনা করলে তা পূরণ হয়। মাটি থেকে যখন মূর্তিটি পাওয়া গিয়েছিল সেটির পেট কাটা ছিল। আর সেই কারণেই প্রতিমার নামকরণ করা হয়েছিল মা পেটকাটি। এই ঠাকুর ধুমাবতী পেটকাটি নামেও পরিচিত। 
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৪০ সালে ধুমাবতী পেটকাটি শ্রী শ্রী চণ্ডীমাতা মন্দির স্থাপিত হয়েছিল। সেই হিসেবে এই বছর এই পুজোর ৮৫ তম বর্ষ। তবে অনেকের মতে মন্দির স্থাপনের অনেক বছর আগে থেকেই পেটকাটি মায়ের পুজো হয়ে আসছে কালীপুজোর দিন। যেখানে পেটকাটি মন্দির স্থাপিত তার পাশে জমিতে লাঙল দিচ্ছিলেন এলাকার বাসিন্দা করহাল রায়। সেই সময় এই মূর্তিটি মাটির নীচ থেকে উঠে আসে। পরবর্তীতে করহাল রায়কে স্বপ্নে পুজো করার নির্দেশ দিয়েছিলেন মা। আর এরপর থেকেই শুরু হয় পুজো। 
মন্দির তৈরির জন্য জমি দান করেছিলেন পবনা রায়, থেলথেলা রায়, করহাল রায়। বর্তমানে এই পুজো কমিটির সম্পাদক করহাল রায়ের নাতি রতন রায়। পুজোর মূল দায়িত্বে রয়েছেন রতন রায়ের বাবা নরেন রায়। রতনবাবু বলেন, উত্তরবঙ্গের বিভিন্নপ্রান্ত ছাড়াও দক্ষিণবঙ্গ থেকেও পুজোর দিন এখানে ভক্তরা আসেন। দু’দিনের মেলাও বসে মন্দির চত্বরে। এই ঠাকুর অত্যন্ত জাগ্রত। পুজোর পরের দিন সারাদিন প্রসাদ বিতরণ করা হয়। এবারও প্রসাদ বিতরণ করা হবে। ওয়ার্ড কাউন্সিলার রিম্পা রায় বলেন, অত্যন্ত নিষ্ঠার সঙ্গে এই পুজো করা হয়ে থাকে। বহুবছর ধরে এই পুজো হয়ে আসছে। -নিজস্ব চিত্র।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা