উত্তরবঙ্গ

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটির অনিয়ম!

সংবাদদাতা, রায়গঞ্জ: যেটুকু সামনে এসেছে তা হিমশৈলের চূড়ামাত্র! অথচ তা দেখেই চোখ কপালে উঠেছে সংশ্লিষ্ট সব মহলের।রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কোটি কোটি টাকা আর্থিক অনিয়মের কথা সবিস্তারে উঠে এসেছে ক্যাগ রিপোর্টে। পুকুর সংস্কার থেকে শুরু করে উপাচার্যের জন্য বাংলো নির্মাণ, গাড়ি কেনা-সবেতেই অনিয়মের অভিযোগ উঠেছে। বেশকিছু ক্ষেত্রে টেন্ডার ছাড়াই কেনা হয়েছে মালপত্র। সিসি ক্যামেরা, বায়োমেট্রিক যন্ত্র বসানো, বিশ্ববিদ্যালয়ের ফার্নিচার পরিবহণের জন্যও বিপুল খরচ দেখানো হয়েছে। ক্যান্টিন তৈরি ও তথ্যপ্রযুক্তি সামগ্রী কেনা নিয়েও উঠেছে অস্বস্তিকর প্রশ্ন। বেশকিছু অধ্যাপকের পদোন্নতিও নিয়ম মেনে হয়নি বলে ক্যাগের রিপোর্টে উল্লেখ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত বহু মানুষ বলতে শুরু করেছেন, ঠিকঠাক তদন্ত হলে আরও অনেক দুর্নীতি সামনে আসবে।
জানা গিয়েছে, আজ থেকে ৯ বছর আগে, ২০১৫ সালে বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় রায়গঞ্জ কলেজ। তারপর থেকে একাধিক উন্নয়নমূলক কাজ হলেও সেভাবে অডিট হয়নি। চলতি বছরে অগত্যা ২০১৫ থেকে সর্বশেষ অর্থবর্ষ পর্যন্ত খরচখরচার অডিট হতেই চক্ষু চড়কগাছ আধিকারিকদের। ক্রমশ একাধিক অনিয়মের তথ্য উঠে এসেছে।
এর আগের তিন উপাচার্যের জমানায় বিশ্ববিদ্যালয় বিভিন্ন খাতে যা খরচ করেছে তার অডিট হয়েছে বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ক্যাগ রিপোর্ট অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের মেন বিল্ডিংয়ের পিছনে একটি পুকুর  সংস্কারে ২৮ লক্ষের বেশি টাকা খরচ হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, ঠিক কোন কাজ করতে এত টাকা খরচ হয়েছে, অডিট কমিটি সেবিষয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে জানতে চাইলেও বিস্তারিত তথ্য দিতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ক্যাগ রিপোর্ট অনুযায়ী, আরও একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। তা হল, রায়গঞ্জের কর্ণজোড়ায় উপাচার্যের জন্য বাংলো তৈরির সময় বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থাকে বেশ কয়েক লক্ষ টাকা বাড়তি দেওয়া হয়েছে। কেন এই বিশাল পরিমাণ টাকা দেওয়া হল, তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। বাংলো তৈরির ক্ষেত্রে থার্ড পার্টিকে রহস্যজনকভাবে ৫৫ লক্ষ টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। এই অগ্রিম দেওয়ার ব্যাপারে কর্তৃপক্ষের কোনও অনুমোদন ছিল না বলে ক্যাগের রিপোর্টে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।
এখানেই শেষ নয়। কোনওরকম টেন্ডার না করেই ৪৩ লক্ষ ২৯ হাজার টাকার গাড়ি কেনা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের জন্য। পাশাপাশি বড় মাপের অনিয়ম ধরা পড়েছে কলকাতায় ভবন ভাড়া নেওয়ার ক্ষেত্রেও। দেখা গিয়েছে, বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ডিনের জন্য কলকাতায় বাড়ি ভাড়া নেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয়ের অনেক টাকা বাড়তি খরচ হয়েছে।
এপ্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় বলেন, বেশকিছু অনিয়ম ও আর্থিক লেনদেনে অসঙ্গতি রয়েছে। অভিযোগ উঠেছে। এবিষয়ে রেজিস্ট্রার ও ফিনান্স অফিসারকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছি। এছাড়া নগদ লেনদেনের তদন্তের জন্য ভিনরাজ্যের দুই অধ্যাপককে নিয়ে উচ্চ পর্যায়ের কমিটি গড়ে প্রকৃত সত্য জানারও চেষ্টা চলছে।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা