উত্তরবঙ্গ

আমন্ত্রিত শিল্পীদের দেওয়া হচ্ছে পিতলের মদনমোহন ঠাকুরের মূর্তি, সুন্দরবনের মধু

নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: কোচবিহারের রাসমেলা ময়দানে এবার প্রথম দিন থেকেই মেলা জমে উঠেছে। কোচবিহার পুরসভা আয়োজিত এই মেলায় এবার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী অতিথিদের স্মারক সহ একগুচ্ছ উপহার দেওয়া হয়েছ। সেইসঙ্গে মুম্বই ও কলকাতা থেকে আগত শিল্পীদেরও একই স্মারক সহ একগুচ্ছ উপহার দেওয়া হচ্ছে। তারমধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্মারক হল কোচবিহারের প্রাণের ঠাকুর মদনমোহনের ১ কেজি ৪০০ গ্রাম ওজনের পিতলের মূর্তি। ঔরঙ্গাবাদ থেকে এই পিতলের মূর্তি তৈরি করে আনা হয়েছে। অপূর্ব দর্শন এই মূর্তি ১০০ জনকে দেওয়া হচ্ছে। রাসমেলার মঞ্চ উদ্বোধনের দিন ৬০ জন অতিথিকে এই পিতলের মদনমোহন মূর্তি দেওয়া হয়েছে। তার সঙ্গে সুন্দরবনের মধু, রাসমেলা সংক্রান্ত বই ও রাসমেলার ঐতিহ্যবাহী টমটম গাড়ি উপহার দেওয়া হয়েছে।
এদিকে আজ, মঙ্গলবার থেকে রাসমেলার মঞ্চ কাঁপাতে আসছেন মুম্বই ও কলকাতার শিল্পীরা। এক ঝাঁক শিল্পী একের পর এক আসবেন। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার গান গাইতে আসছেন অর্পিতা দে, ঋক বসু, জেলিফা তামিন, নীলানঞ্জনা রায়, দীপান্বিতা ও দীপেন্দ্র, আরফিন রানা, সতীশ গজমীর, জান কুমার সানু, সম্মুখপ্রিয়া, আকাশ সেনের মতো শিল্পীরা। মঞ্চে নায়েব আলি টেপু ও আব্বাস উদ্দীন স্মরণ সমিতির উদ্যোগেও অনুষ্ঠান হবে। শিল্পী, সাহিত্যিক, গবেষক, সাংবাদিকদের নিয়ে টক শোয়ের আয়োজন করা হবে।
কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাসমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি, মুম্বই, কলকাতা থেকে আগত শিল্পীদের মদনমোহনের পিতলের মূর্তি স্মারক হিসেবে প্রদান করা হচ্ছে। ১ কেজি ৪০০ গ্রাম ওজনের এই মূর্তি ঔরঙ্গাবাদ থেকে বানিয়ে আনা হয়েছে।
রাসমেলায় এবার প্রথম দিন থেকেই ভিড় উপচে পড়ছে। সোমবার দুপুরে রাসমেলায় গিয়ে দেখা গিয়েছে সামনের রাস্তায় থিক থিক করছে ভিড়। শীতের পোশাক থেকে শুরু করে ছোটখাট সামগ্রী কিনতে দোকানগুলির সামনে মানুষের ভিড়। মদনমোহন মন্দিরে সারাদিন ধরে হাজার হাজার পূণ্যার্থী  আসছেন। তাঁরা ঠাকুরকে দর্শন করে রাসচক্র ঘোরাচ্ছেন। পাশাপাশি গোটা মন্দির চত্বর ঘুরে দেখছেন। মন্দিরের সামনে যেসব স্টল ও দোকান বসেছে সেই সব দোকানেও দিনভর ভিড় ছিল। সন্ধ্যা নামতেই মেলায় ভিড় বেড়েছে। মেলার মাঠে ভেটাগুড়ির জিলিপির দেকানের সামনেও দিনভর উল্লেখযোগ্য ভিড় চোখে পড়েছে। রাসমেলা মঞ্চের সামনে গান শুনতে ও অনুষ্ঠান দেখতেও ভিড় ছিল চোখে পড়ার মতো।  নিজস্ব চিত্র।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা