উত্তরবঙ্গ

স্বাস্থ্যের হাল দেখতে কেন্দ্র-রাজ্যের দল, নজর মায়েদের পরিষেবার দিকে

সংবাদদাতা, মালদহ: আজ, মঙ্গলবার থেকে জেলায় শুরু হচ্ছে কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ প্রতিনিধি দলের স্বাস্থ্য পরিষেবা পরিদর্শন কর্মসূচি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পরিদর্শন নিয়ে সতর্ক জেলা স্বাস্থ্যদপ্তরের আধিকারিকরা। রাজ্যের দক্ষিণ ২৪ পরগণা ও মালদহ জেলাতেই কেন্দ্র ও রাজ্যের এই যৌথ পরিদর্শন চলবে আগামী কয়েকদিন। প্রসূতি ও নবজাতকদের কতটা উন্নত পরিষেবা জেলার স্বাস্থ্যকেন্দ্রগুলিতে দেওয়া হচ্ছে তা খুঁটিয়ে দেখবেন পরিদর্শক দলের সদস্যরা। পাশাপাশি জেলায় পতঙ্গবাহিত রোগ যেমন ডেঙ্গু, চিকুনগুনিয়া সহ বেশকিছু অসুখ ও তার চিকিৎসাও থাকবে এই পরিদর্শনের আওতায়। জেলার উপস্বাস্থ্য কেন্দ্র থেকে মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত বিভিন্ন স্তরের সরকারি স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলিতে এই পরিদর্শন চলবে।
জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ্ত ভাদুড়ী বলেন, জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় এই কমন রিভিউ মিশন রয়েছে। এই কমন রিভিউ মিশনের প্রতিনিধিদল ১৯ নভেম্বর থেকে মালদহের বিভিন্ন স্তরের হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করবে। এ ধরনের পরিদর্শন এবারই প্রথমবার হতে চলেছে। জেলায় প্রসূতি মায়েদের প্রথমবার স্বাস্থ্যকেন্দ্রে আসার পর থেকে সন্তানের জন্মদান পর্যন্ত পরিষেবা প্রদানের দিকটি পরিদর্শক দল দেখবে। তারপরেও বিশেষ পরিস্থিতিতে মায়েদের স্বাস্থ্যের দিকে কীভাবে খেয়াল রাখা হচ্ছে এবং নবজাতকের চিকিৎসার প্রয়োজনে কী কী পদক্ষেপ করা হচ্ছে সব বিষয়ই পরিদর্শনের আওতায় থাকছে। এছাড়াও সিক নিওনেটাল কেয়ার ইউনিট (এসএনসিইউ) সহ অন্যান্য পরিকাঠামো এবং পতঙ্গবাহিত রোগ ও তার চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলিও তাঁরা দেখবেন।
স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, প্রতিনিধি দলে ১২ থেকে ১৪জন সদস্য থাকছেন। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা সোমবারই রাজ্য পৌঁছে গিয়েছে। তাঁদের সঙ্গে থাকবেন স্বাস্থ্যদপ্তরের প্রতিনিধিরাও। মঙ্গলবার থেকে শুরু হওয়ার পর ২২ নভেম্বর শুক্রবার পর্যন্ত এই জেলায় এই পরিদর্শন পর্ব চলবে।
জেলায় ৫৫৩টি উপ স্বাস্থ্যকেন্দ্র রয়েছে। ৩৪টি জনস্বাস্থ্য কেন্দ্র (পিএইচসি), ১৭টি গ্রামীণ হাসপাতাল, একটি সুপার স্পেশালিটি হাসপাতাল, একটি স্টেট জেনারেল হাসপাতাল রয়েছে মালদহে। রয়েছে একটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালও। পরিদর্শক দল এই স্বাস্থ্যকেন্দ্র ও হাসপাতালগুলিতে তাদের সিদ্ধান্ত অনুযায়ী পরিদর্শন করবে বলে জেলার উপমুখ্য স্বাস্থ্য আধিকারিক (৩) সব্যসাচী চক্রবর্তী জানান। তাঁর সংযোজন, প্রসূতি হাসপাতালে এলে তাঁর চিকিৎসা, রেফারের কারণ, তার জন্য গাড়ির সুবন্দোবস্ত রয়েছে কি না ইত্যাদি বিষয় দেখা হবে বলে আমাদের ধারণা। 
এই পরিদর্শক দল মালদহে পৌঁছনোর আগের দিন জেলা স্বাস্থ্য দপ্তরের প্রস্তুতি ছিল তুঙ্গে। স্বাস্থ্য আধিকারিকরা এদিন জেলার বেশ কিছু হাসপাতালে গিয়ে পরিকাঠামো ও পরিষেবার দিকগুলি দেখে নেন। জেলার এক স্বাস্থ্য আধিকারিক বলেন, এই পরিদর্শনের রিপোর্ট আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা