উত্তরবঙ্গ

তপনের চৌরঙ্গীতে যানজট, বাসস্ট্যান্ড চালুর ভাবনা

সংবাদদাতা, তপন: টোটোর বাড়বাড়ন্তে তপনের চৌরঙ্গীতে যানজট এখন নিত্যদিনের সঙ্গী। চৌরঙ্গী মোড় থেকে গঙ্গারামপুর, বালুরঘাট, দাঁড়ালহাট এবং করদহ যাওয়ার চারটি বড় রাস্তা গিয়েছে। মোড় দিয়েই যেতে হয় তপন হাইস্কুল এবং গার্লস হাইস্কুলে। পাশে  থানা, বিডিও অফিস, রেজিস্ট্রি অফিসসহ সরকারি কাজকর্মের একাধিক অফিস ভবন। এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায় যানজটে রোজ নাজেহাল হতে হচ্ছে নাগরিকদের। যানজট নিয়ে বারবার অভিযোগ উঠতে থাকায় কয়েক বছর বন্ধ থাকা তপন বাসস্ট্যান্ড চালু করার কথা ভাবছে প্রশাসন। বাসসহ অন্যান্য যানবাহন স্ট্যান্ডে ঢুকলে চৌরঙ্গীতে যানজট কমবে বলে মনে করছেন আধিকারিকরা।
তপনের বাসিন্দা তথা শিক্ষক অলোক সরকার বলেন, চৌরঙ্গীর যানজট এখন তপনবাসীর মাথাব্যথা। সংকীর্ণ রাস্তার জন্যই দিনদিন সমস্যা বাড়ছে। চওড়া করা হচ্ছে না, উল্টে রাস্তা দখল করে মালপত্র রাখছেন দোকানদাররা। টোটোর জন্যও সমস্যা হচ্ছে খুব।
তবে, বাসস্ট্যান্ড চালু হলেও চৌরঙ্গী থেকে দূরত্ব বেশি হওয়ায় যাত্রীরা সেখানে যাবেন কি না, সংশয় রয়েছে। তাই যানজট সমস্যা সমাধানে অবিলম্বে রাস্তা চওড়া করার দাবি উঠছে। বাসিন্দাদের পরামর্শ, রাস্তার পাশে প্রচুর সরকারি জায়গা রয়েছে। প্রশাসন চাইলেই রাস্তার জন্য ব্যবহার করতে পারে। চৌরঙ্গী মোড়ের চারদিকে টোটো রাখার জন্য চারটি স্ট্যান্ড তৈরি করা হলেও সমস্যা অনেকটা মিটবে বলে মনে করছেন তাঁরা।
ফুলবাড়ির হাইওয়ে ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস বলেন, প্রতিনিয়ত যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন কর্মীরা। বেশকিছু জায়গায় নো পার্কিং বোর্ড লাগানো হয়েছে। রাস্তায় ব্যারিকেডও রয়েছে। সামনে বোল্লাকালী পুজো। তারপরেই তপন বাসস্ট্যান্ড চালু করার জন্য আলোচনা করা হবে।  তপনের চৌরঙ্গীতে যানজট।-নিজস্ব চিত্র
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা