উত্তরবঙ্গ

গোসানিমারিতে নবনির্মিত আদ্যা মায়ের মন্দিরে প্রস্তরমূর্তি প্রতিষ্ঠা

প্রকৃতিরঞ্জন সরকার, শিলিগুড়ি: আজ, মঙ্গলবার গোসানিমারি আদ্যা মা ট্রাস্টের উদ্যোগে নবনির্মিত ৫১টি সিঁড়ি বিশিষ্ট মন্দিরে আদ্যাশক্তি মহামায়ার প্রস্তরমূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। গোসানিমারি পুরাতন হাসপাতাল মাঠের পিছনেই তৈরি হয়েছে সুদৃশ্য এই বিশাল মন্দির। এ উপলক্ষ্যে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন হয়েছে। সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। আদ্যা মা’-এর পাশাপাশি অন্নপূর্ণা মা, ভোলানাথ, হনুমানজি, বিষ্ণু ভগবান ও শনি মহারাজার মূর্তি প্রতিষ্ঠিত হচ্ছে। সেইসঙ্গে ত্রিতল এই মন্দির সাজিয়ে তোলা হয়েছে ৫১ পীঠের বিভিন্ন ছবি দিয়ে। 
দেবভূমি ও ঐতিহাসিক প্রাচীন জনপদ কোচবিহার জেলার গোসানিমারি। এই দেবভূমিতেই আদ্যা শক্তির পরম আশীর্বাদ পেয়ে আদ্যা মায়ের পুজো শুরু করেন শিক্ষক পরিবারের মেয়ে জয়তী ভৌমিক (তোতন)। তিনি বর্তমানে সন্ন্যাসিনী। মায়ের কাছে নিবেদিত প্রাণ। বহু মানুষ সমস্যা ও মনস্কামনা নিয়ে সমাধানের জন্য এখানে আসেন। ২০১৯ সালে গঠন হয় আদ্যা মা ট্রাস্ট। মায়ের পুজো, দুঃস্থ মানুষের সেবা ও বর্ষব্যাপী সংস্কৃতি চর্চার মধ্যদিয়ে এগিয়ে চলছে এই ট্রাস্ট। সম্প্রতি শেষ হয়েছে মন্দিরের নির্মাণ কাজ। তবে বেশকিছু কাজ এখনও বাকি রয়েছে। 
আদ্যা মা ট্রাস্টের সভাপতি জয়তী ভৌমিক বলেন, আমার জীবনজুড়ে আদ্যা মা। ছোটবেলায় ভাবিনি এই মা-ই আমার ধ্যান-জ্ঞান-স্বপ্ন হবেন। মায়ের আশীর্বাদ ও ভক্তদের সহযোগিতায় ৫১ সিঁড়ির উপরে নির্মিত মন্দিরে মায়ের প্রস্তরমূর্তি প্রতিষ্ঠা হচ্ছে। মায়ের পুজোর পাশাপাশি তাঁকে পাথেয় করে সাধারণ ও দুঃস্থ মানুষের পাশে থেকে সেবার মধ্যদিয়ে আমরা এগিয়ে যেতে চাই। মায়ের মহিমা অপার। মায়ের কৃপা লাভ করতে প্রতিদিনই বহু ভক্ত এখানে আসেন। দিনদিন ভক্তের সংখ্যা বাড়ছে। 
ট্রাস্টের সম্পাদক উজ্জ্বল ভৌমিক বলেন, মঙ্গলবার দুপুরে মহাপুজোর মধ্যদিয়ে নতুন মন্দিরে মায়ের মূর্তি স্থাপন করা হচ্ছে। ওড়িশার পাহাড় থেকে সংগ্রহ করা একটি প্রাচীন পাথর থেকে সেখানকারই পুরষ্কারপ্রাপ্ত শিল্পী আনন্দচরণ রাউল চার ফুট উচ্চতার মায়ের মূর্তিটি গড়েছেন। নবনির্মিত মন্দিরের উদ্বোধন ও মূর্তি প্রতিষ্ঠা উপলক্ষ্যে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিকেলে ভোগপ্রসাদ বিতরণ করা হবে। 
আদ্যা মা ট্রাস্টের অন্যতম সহ সভাপতি প্রদীপ ঝা বলেন, এখানে মায়ের নিত্যপুজো হয়। তবে বছরের কয়েকটি তিথিতে বিশেষ পুজোর আয়োজন করা হয়। এছাড়া বছরভর বিভিন্ন সেবামূলক ও সুষ্ঠু সমাজ গড়ার লক্ষ্যে সাংস্কৃতিক কর্মকাণ্ড চলে। এই ট্রাস্টের মূল উদ্দেশ্য মানব সেবার মধ্যদিয়ে ঈশ্বর সেবা।  নবনির্মিত মন্দির। - নিজস্ব চিত্র।
9h 9m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা