উত্তরবঙ্গ

নির্বাচনী আচরণবিধি উঠলেই উন্নয়ন কর্মযজ্ঞে ঝাঁপাবে দিনহাটা ব্লক প্রশাসন

সংবাদদাতা, দিনহাটা: নির্বাচনী আচরণবিধি উঠে গেলেই শুরু হবে উন্নয়নের কাজ। ভোটদান শেষ হয়েছে। ২৩ নভেম্বর উপ নির্বাচনের ফল প্রকাশ। ২৫ তারিখ থেকে পুরোদমে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই জন্যই দিনহাটা-১ ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে গিয়ে রিভিউ মিটিং করছেন বিডিও। সোমবার গীতালদহ-১, ২ এবং ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে বৈঠক করেন দিনহাটা-১ এর বিডিও গঙ্গা ছেত্রী। স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সহ আধিকারিকরা সে. বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলা আবাস যোজনার সার্ভে সহ পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকায় উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। 
তৃণমূল কংগ্রেস পরিচালিত গীতালদহ-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান সুনম কালোয়ার বলেন, পঞ্চম রাজ্য অর্থ কমিশনের টাকায় উন্নয়নের কাজ শুরু করতে হবে। বাংলা আবাস যোজনার ঘরের সার্ভে শুরু হবে নির্বাচন বিধি উঠে গেলেই। সেই বিষয়েই বৈঠক হয়েছে এদিন। 
বিডিও গঙ্গা ছেত্রী বলেন, ২৫ নভেম্বর থেকে পুরোদমে কাজ শুরু হবে। তারআগে গ্রাম পঞ্চায়েত ধরে ধরে প্রস্তুতি বৈঠক করা হচ্ছে। এদিন গীতালদহ-১, ২ ও ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতে প্রস্তুতি বৈঠক করা হয়েছে। 
রাজ্যজুড়ে বাংলা আবাস যোজনার সার্ভের কাজ চলছে। সিতাইতে উপ নির্বাচন থাকায় দিনহাটাতে এই কাজ শুরু হয়নি। নির্বাচন বিধির গেরোয় আটকে আছে উন্নয়নের কাজ। ১৩ তারিখ ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ২৩ নভেম্বর ফল প্রকাশ। মাঝের এই ক’দিন  উন্নয়নের কাজের জন্য প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। গ্রাম পঞ্চায়েতে উন্নয়নের জন্য আসা তহবিল থেকে দ্রুত কাজ করতে হবে। সেই জন্য পঞ্চায়েত স্তরে বৈঠক করে পরিকল্পনা গ্রহণ করতে বলা হয়েছে। বাংলা আবাস যোজনায় টাকা ঢুকবে শীঘ্রই। প্রকৃত উপভোক্তাদের তালিকা তৈরির জন্য গ্রামে গ্রামে ঘুরবে সরকারি দল। সেই বিষয়ে বার্তা দেওয়া হয়।  নিজস্ব চিত্র।
8h 8m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা