উত্তরবঙ্গ

ভাঙন পরিদর্শনে এসে বাস্তুকারকে ধমক মন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, মালদহ ও সংবাদদাতা, মানিকচক: ভাঙন বিধ্বস্ত মানিকচকের ভূতনি পরিদর্শনে এসে নিজের দপ্তরের ইঞ্জিনিয়ারদের ধমক দিলেন রাজ্যের সেচমন্ত্রী মানস ভুঁইয়া। ভাঙন রোধে কী ব্যবস্থা নেওয়া যায় অবিলম্বে তার প্রাথমিক রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন মন্ত্রী। সেচ দপ্তরের কাজে কোনওরকম এদিক ওদিক করা চলবে না বলেও সতর্ক করেছেন তিনি।
গঙ্গা ভাঙনের জেরে ধীরে ধীরে বদলে যাচ্ছে মালদহ জেলার মানচিত্র। বিপজ্জনক অবস্থায় রয়েছেন মানিকচক ও রতুয়া ব্লকের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। সোমবার এই দুই এলাকার বিধায়ক সাবিত্রী মিত্র এবং সমর মুখোপাধ্যায়, সেচ দপ্তরের বিধানসভার স্ট্যান্ডিং কমিটির সদস্য তথা চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষ সহ সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়াকে নিয়ে লঞ্চে চেপে গঙ্গাবক্ষ পরিদর্শন করেন মন্ত্রী। সরেজমিনে খতিয়ে দেখেন ভাঙন পরিস্থিতি। গঙ্গার ভাঙন ঠেকাতে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট পরিকল্পনা নেওয়া হয়েছে কি না, ইঞ্জিনিয়ারদের কাছে সেসব জানতে চান তিনি। সেই সময় সেচ দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সহ অন্যান্য ইঞ্জিনিয়ারদের ধমক দিতে শোনা যায় মন্ত্রীকে।  
পরে ভূতনিবাসীকে আশ্বস্ত করে মানস বলেন, ভাঙন ও বন্যা থেকে ভূতনিকে বাঁচাতে স্থায়ী পরিকল্পনা নেওয়া হচ্ছে। সেজন্যই পরিদর্শনে এসেছি। রাজ্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখুন।
একইসঙ্গে এদিন ভাঙন সমস্যা মোকাবিলায় কেন্দ্রের অর্থ না পাওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন সেচমন্ত্রী। তাঁর মন্তব্য, ২০১৪ সাল থেকে রাজ্যে বন্যা ও ভাঙন সমস্যা মোকাবিলায় রাজ্যকে কোনও অর্থ দেয়নি কেন্দ্র। অথচ রাজ্য প্রস্তাব পাঠায়নি বলে কেন্দ্রের মন্ত্রী, সাংসদরা মিথ্যে কথা প্রচার করছেন।
গত দু’মাসের বন্যা পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে মানিকচকের ভূতনি ও রতুয়ার মহানন্দাটোলা। পরিদর্শনে এসে এদিন প্রথমেই ভূতনির কাটাবাঁধ ঘুরে দেখেন মন্ত্রী। সেখানে কী ধরনের কাজ হচ্ছে এবং ভবিষ্যৎ পরিকল্পনা কী, সে বিষয়ে তিনি জেলা প্রশাসন এবং সেচ দপ্তরের কাছে জানতে চান। সেই সময় দপ্তরের আধিকারিকেরা দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানাতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী। তিনি ধমক দিয়ে বলেন, বিজ্ঞান এত উন্নত হয়েছে, বিভিন্ন প্রযুক্তি রয়েছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কেন? 
স্বাধীনতার পর ভূতনিতে এরকম পরিস্থিতি মোকাবিলায় কোনও প্রকল্প হাতে নেওয়া  হয়েছিল কি না, সে বিষয়েও এদিন জানতে চান মানস। সেচ দপ্তরের আধিকারিকরা সদুত্তর দিতে না পারায় দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। 
কাঁটাবাঁধের পর ভূতনির কেশরপুর বাঁধের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন মানস। তারপর সেখান থেকে সেচ দপ্তরের লঞ্চে রতুয়া ও বিহার সংলগ্ন নদী এলাকা পরিদর্শন করেছেন।
বিকেলে পরিস্থিতি পর্যালোচনায় মালদহ জেলার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে মানিকচক বিডিও অফিসে বৈঠকও করেন মন্ত্রী। 
 নিজস্ব চিত্র।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা