উত্তরবঙ্গ

পুরসভার জল প্রকল্প ভেঙে বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টা, বিতর্ক

নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরসভার জলাধার ভেঙে ক্লাবের বাণিজ্যিক ভবন নির্মাণের চেষ্টার অভিযোগ ঘিরে বিতর্ক তৈরি হয়েছে ইংলিশবাজার পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডে। এই ভবন নির্মাণ করতে ইতিমধ্যেই পরিস্রুত পানীয় জলের জলাধারটি ভাঙা শুরু করেছে সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ। এই ক্লাবের সভাপতি স্বয়ং ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। সোমবার এনিয়ে সরব হয়ে জলাধার ভাঙার কাজ আটকে দিলেন স্থানীয় বাসিন্দা তথা ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার গায়েত্রী ঘোষ। তিনি আবার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমানে চাঁচলের বিধায়ক নীহাররঞ্জন ঘোষের স্ত্রী। ফলে বিতর্ক আরও বাড়তি মাত্রা পেয়েছে। বিষয়টি এখন শেষপর্যন্ত কোনদিকে গড়ায় তা নিয়ে তৃণমূল কংগ্রেসে জল্পনা শুরু হয়েছে। এনিয়ে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ১৬ নম্বর ওয়ার্ডে একটি কমিউনিটি ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ছিল। দীর্ঘদিন ধরে তা নষ্ট হয়ে গিয়েছে। ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে সেটাকে একটা সাইডে নিয়ে গিয়ে ট্যাঙ্ক তৈরি করে প্যাসেজ করে দেবে। অনেক জায়গাতেই এরকম হয়।
এদিকে, দীর্ঘদিন এই ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ছিলেন ইংলিশবাজারের প্রাক্তন চেয়ারম্যান ও বিধায়ক নীহাররঞ্জন ঘোষ। তাঁর আমলে ২০০৮ সালে জল প্রকল্পটি তৈরি হয়েছিল। ইংলিশবাজার সহ মালদহ জেলাজুড়ে পানীয় জলের সমস্যা দীর্ঘদিনের। এই জেলায় আর্সেনিক দূষণের প্রবণতাও  রয়েছে। সবদিক মাথায় রেখে ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকার মানুষের স্বার্থে পরিস্রুত পানীয় জল প্রকল্পটি তৈরি হয়েছিল। 
সোমবার সকালে স্থানীয় ক্লাবের বাণিজ্যিক ভবণ নির্মাণের জন্য পানীয় জলের প্রকল্পটি ভাঙতে শুরু করে ক্লাব কর্তৃপক্ষ। খবর পেয়েই ঘটনাস্থলে যান এই ওয়ার্ডের বাসিন্দা গায়েত্রী ঘোষ। তিনি পাশের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার। সেইসঙ্গে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য। তিনি এর প্রতিবাদ করে দাঁড়িয়ে থেকে পানীয় জলের প্রকল্পটি ভাঙার কাজ রুখে দেন। তাঁর অভিযোগ, পুরসভার সঠিক অনুমোদন ছাড়াই সংশ্লিষ্ট ক্লাব কর্তৃপক্ষ তাদের বাণিজ্যিক ভবন নির্মাণ করছে। এনিয়ে আমি প্রশাসনের দ্বারস্থ হয়েছি।
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা