উত্তরবঙ্গ

কালীপ্রতিমার সোনা-রূপোর গয়না চুরি বালুরঘাটে

সংবাদদাতা, পতিরাম: রাতের অন্ধকারে মন্দিরে হানা দুষ্কৃতীদের। কালীপ্রতিমা থেকে সোনা এবং রূপোর গয়না নিয়ে চম্পট দিল তারা। ঘটনায় শোরগোল পড়েছে বালুরঘাটের পরানপুরের দক্ষিণ আটইর ব্রিজকালী মন্দির এলাকায়। রাতের অন্ধকারে জাগ্রত কালীমন্দিরে কেউ এই চুরি করেছে। প্রতিমা থেকে সোনা ও রূপোর মুকুট, তোরা, টিপ সহ নানা সরঞ্জাম চুরি করে নিয়ে গিয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক টাকার গয়না  চুরি হয়েছে। সোমবার সকলে বিষয়টি নজরে আসতেই ক্ষোভ ছড়িয়েছে ভক্তদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিস। তারা পুরো ঘটনাটি খতিয়ে দেখছে। এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা বলেন, মন্দির কমিটিকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। পুরও ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। 
এবিষয়ে মন্দির কমিটির এক সদস্য তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য দেবু হালদার বলেন, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা চুরির ঘটনা ঘটিয়েছে। জাগ্রত এই মন্দিরে আমরা পা রাখতেও ভয় পাই। এই মন্দিরে যারা চুরি করল, তারা সমাজবিরোধী। তারা মায়ের মূর্তি থেকে সোনা ও রূপোর মুকুট, তোরা সহ নানা গয়না খুলে নিয়ে গিয়েছে। পুলিস ঘটনাস্থলে এসেছিল। দ্রুত দোষীরা ধরা পড়ুক। 
মন্দিরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা সনাতন রায় বলেন, সকালবেলা মন্দিরে এসেই দেখে তালা ভাঙা। চারিদিকে চুরির ঘটনা বেশি ঘটছে। কিন্তু, আমাদের মন্দিরেও চুরি হবে তা ভাবতেও পারেনি। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করব। স্থানীয়দের দাবি, আশেপাশের এলাকায় মদের দোকান রয়েছে। এমনকি নেশাগ্রস্তদের আড্ডাও বেড়েছে। তারাই এই কাজ করেছে বলে দাবি। এমনকি সম্প্রতি পাগলিগঞ্জ এলাকার একটি পাড়ায় পরপর পাঁচটি মন্দিরে চুরির ঘটনা ঘটে। এছাড়াও বালুরঘাটের অনেক জায়গায় চুরির ঘটনা ক্রমশ বাড়ছে। শীতকালের রাতে ছিচকে চোরের উৎপাত বাড়ছে। 
11h 11m ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা