উত্তরবঙ্গ

স্কুটারের বিভিন্ন অংশে গাঁজার প্যাকেট রেখে পাচারের চেষ্টা মাথাভাঙায়, চাঞ্চল্য

সংবাদদাতা, মাথাভাঙা: চারচাকা গাড়ি, যাত্রীবাহী বাসে গাঁজা পাচার করতে গিয়ে বারবার ধরা পড়ছে পাচারকারীরা। তাই এবারে একেবারে অভিনব কায়দা। স্কুটারের ডিকি সহ বিভিন্ন অংশে লুকিয়ে গাঁজা পাচারের চেষ্টা। যদিও শেষরক্ষা হল না। উদ্ধার হল বারো কেজির উপর গাঁজা। তবে স্কুটার ফেলে পালিয়ে যাওয়ায় পাচারকারী ধরা পড়েনি। 
পুলিস জানিয়েছে, শুধু ডিকিতেই নয়। স্কুটারের বিভিন্ন অংশ খুলে ছোট ছোট ক্যারিব্যাগে গাঁজা ভরে পাচার করা হচ্ছিল। সব মিলিয়ে সাড়ে ১২ কেজি গাঁজা নিয়ে যাচ্ছিল পাচারকারী। বুধবার রাত পৌনে ১টা নাগাদ কোচবিহার-মাথাভাঙা রাজ্য সড়কের হিন্দুস্তান মোড় সংলগ্ন বড়াইবাড়িতে উদ্ধার হয় গাঁজা। 
রাতে ওই এলাকায় টহল দিচ্ছিল পুলিস। গোপন সূত্রে খবর আসে মাঝরাতে একটি স্কুটার যাবে। সেখানে গাঁজা রয়েছে। তাতেই সতর্ক হন টহলরত পুলিস কর্মীরা। স্কুটারটি এলে চালককে দাঁড়াতে বলা হয়। সেই সময়ে স্কুটার ফেলে পালিয়ে যায় চালক। পরে স্কুটারে তল্লাশি চালাতে গিয়েই একের পর এক ক্যারিব্যাগ বেরিয়ে আসে। সেগুলিতেই ভরা ছিল গাঁজা। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে উদ্ধার হওয়া গাঁজা বাজেয়াপ্ত করে ঘোকসাডাঙা থানার পুলিস। 
প্রসঙ্গত, কোচবিহার-মাথাভাঙা রাজ্যসড়ক বা ফালাকাটা-কোচবিহার জাতীয় সড়ক গাঁজা পাচারকারীদের করিডর। এই দু’টি রুটে তাই পুলিস যথেষ্ট তৎপর থাকায় বারবার ধরা পড়ছে গাঁজা সহ অন্যান্য মাদক। এরআগে যতগুলি অপারেশন চালিয়ে পুলিস সাফল্য পেয়েছে সবক’টি ক্ষেত্রেই ছিল চারচাকা, মালবাহী ট্রাক নতুবা যাত্রীবাহী বাস। কিন্তু স্কুটারের মধ্যে এমন কৌশলে এবারই প্রথম উদ্ধার হল গাঁজা, জানিয়েছেন এক পুলিস অফিসার। 
এই ব্যাপারে ঘোকসাডাঙা থানার ওসি কাজল দাস বলেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর আমাদের আধিকারিকরা নির্দিষ্ট এলাকায় ওত পেতে ছিলেন। সন্দেহভাজন স্কুটার আসতে দেখে সেটিকে দাঁড় করানোর চেষ্টা করতেই স্কুটার ফেলে চালক পালিয়ে যায়। স্কুটারের ডিকি সহ একাধিক জায়গায় ছোট ছোট ক্যারিব্যাগে গাঁজা ভরে পাচার করা  হচ্ছিল। এমন পদ্ধতিতে গাঁজা পাচারের ঘটনা এটাই প্রথম এই থানা এলাকায়। গোটা স্কুটার খুলে ফাঁকা জায়গাগুলিতে গাঁজা রেখে ফের ওসব অংশ যুক্ত করে দেওয়া হয়েছিল। স্কুটারটির নম্বর প্লেট থেকে মালিকের সন্ধান চালানো হচ্ছে। মাদক আইনে মামলা রুজু করে তদন্তে নাম হয়েছে। আশা করছি, অভিযুক্তর দ্রুত নাগাল পাওয়া যাবে। - নিজস্ব চিত্র।
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা