উত্তরবঙ্গ

কং-তৃণমূলের সংঘর্ষে জখম ৬, বোমাবাজি-গুলি, গ্রেপ্তার ২

সংবাদদাতা, মানিকচক: রাজনৈতিক বিবাদের জেরে উত্তপ্ত ভাদো পঞ্চায়েতের রামপুর গ্রাম। বৃহস্পতিবার সাতসকালে সংঘর্ষে জড়িয়ে পড়ে কংগ্রেস ও তৃণমূল। একে অপরকে লক্ষ্য করে গুলি ও এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। সংঘর্ষের জেরে ছ’জন আহত হন। তাঁদের প্রথমে রতুয়া গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মালদহ মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার বিশাল পুলিস বাহিনী। গ্রামে জমায়েত ছত্রভঙ্গ করে বিভিন্ন বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। টহলদারির পাশাপাশি চলে ধরপাকড়। পরিস্থিতির উপর নজর রাখতে এবং সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিস পিকেট বসানো হয়েছে। দু’জনকে গ্রেপ্তার করার পরও পরিস্থিতি থমথমে। পুলিস সুপার প্রদীপ কুমার যাদব বলেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় ও পুলিস সূত্রে খবর, পঞ্চায়েত নির্বাচনে সাফল্যের পরই রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের রামপুর গ্রামে বিজয় মিছিল বের করেছিল কংগ্রেস নেতৃত্ব। সেই মিছিলে হামলা চালানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে। হামলার জেরে মিছিলে থাকা কংগ্রেস কর্মী ফটিকুল ইসলামের মৃত্যু হয়। ঘটনার পর দু’পক্ষই রতুয়া থানায় অভিযোগ দায়ের করেছিল। কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও বাকি অভিযুক্তরা পালিয়ে যায়। সেই মামলার পর উভয়পক্ষের বেশিরভাগ আসামি জামিন পেয়ে গ্রামে ফিরে এসেছে। তারপর থেকে দু’পক্ষের মধ্যে বিবাদ লেগেই থাকত। 
বৃহস্পতিবার সকালেও সেই পুরনো আক্রোশের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। প্রথমে ইট ছোড়াছুড়ি হয় তাদের মধ্যে। তারপর বাড়ি ভাঙচুর করা করার অভিযোগ ওঠে। সাতসকালে পরপর কয়েকটি বোমা বিস্ফোরণের আওয়াজে কেঁপে ওঠে এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কয়েক রাউন্ড গুলি চলে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
মৃত কংগ্রেস কর্মীর দাদা সাদিকুল ইসলামের দাবি, আমার দাদাকে কুপিয়ে খুন করেছে এলাকার তৃণমূল নেতা আতাউর রহমান সহ অন্যরা। তাদের বিরুদ্ধে মামলা তোলার জন্য চাপ দিতেই এই হামলা। বাড়ি ভাঙচুর করা হয়েছে। গুলিতে আহত হয়েছে ভাই। বোমাও ছুড়েছিল ওরা।
পাল্টা আতাউর রহমান বলেন, পুরনো বিবাদকে কেন্দ্র করে আমাদের উপর হামলা করেছে সাদিকুল ও তার দল। সাদিকুল বন্দুক নিয়ে গুলি চালালেও বরাতজোরে বেঁচে গিয়েছি। দীর্ঘদিন এলাকা ছাড়া থাকার পর কিছুদিন আগে বাড়ি ফিরেছি। তারপরেই হামলা করেছে ওরা। 
(রামপুর গ্রামে পুলিসের টহলদারি। - নিজস্ব চিত্র।)
25d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মের প্রসার ও ক্ষেত্র বিশেষে বড় বরাতও পেতে পারেন। খেলাধুলায় কৃতিত্বের জন্য সুনাম ও অর্থকরী...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮৩.৫৮ টাকা৮৫.৩২ টাকা
পাউন্ড১০৪.৮১ টাকা১০৮.৫৩ টাকা
ইউরো৮৭.৩৩ টাকা৯০.৬৯ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা