উত্তরবঙ্গ

রেফারির সিদ্ধান্ত ঘিরে মাঠে ব্যাপক গোলমাল, মাথা ফাটল সমর্থকের

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: রেফারির সিদ্ধান্ত ঘিরে জলপাইগুড়িতে ফের খেলার মাঠে গন্ডগোল। গ্যালারি থেকে মাঠে দেদার ছোড়া হল জলের বোতল। ম্যাচ শেষে আচমকা মাঠে ঢুকে পড়েন দর্শকরা। দু’দলের সমর্থকদের মধ্যে মাঠেই মারামারি বেধে যায়। ভাঙচুর করা হয় চেয়ার-টেবিল। মাথা ফাটে এক সমর্থকের। ম্যাচ ঘিরে মাঠে রক্ত ঝরার ঘটনায় ক্ষুব্ধ শহরের ফুটবলপ্রেমীরা।
শনিবার জলপাইগুড়ি টাউন ক্লাবের মাঠে চাচা ব্যাটালিয়ন বনাম টুর্নামেন্টের আয়োজক ক্লাব রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের দ্বিতীয় সেমি ফাইনাল ম্যাচ ছিল। খেলায় ২-০ গোলে জিতে যায় রায়কতপাড়া। এরপরই রেফারির একটি অফসাইডের সিদ্ধান্তের প্রতিবাদে সরব হন চাচা ব্যাটালিয়নের সমর্থকরা। তাঁরা গ্যালারি থেকেই রেফারির উদ্দেশ্যে অশালীন মন্তব্য করতে থাকেন। ছুড়তে থাকেন জলের বোতল। তড়িঘড়ি রেফারিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন টুর্নামেন্টের আয়োজকরা। কিন্তু এরই মধ্যে গেট খুলে মাঠে ঢুকে পড়েন দু’দলেরই সমর্থকরা। শুরু হয়ে যায় ব্যাপক মারামারি। অভিযোগ, ফুটবলার ও আয়োজকদের উপর চড়াও হওয়ার চেষ্টা করেন সমর্থকদের একাংশ। শেষমেশ মাথা ফাটে একজনের।
রায়কতপাড়া ইয়ং অ্যাসোসিয়েশনের সম্পাদক সমীর চক্রবর্তী বলেন, ২-০ গোলে জিতে আমরা ফাইনালে উঠি। হেরে গিয়ে রেফারির উপর ক্ষোভ উগরে দেন বিপক্ষ টিমের সমর্থকরা। তাঁরা মাঠে ঢুকে ভাঙচুর, মারধর করেন। এক সমর্থকের মাথা ফেটেছে। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কুমার দত্ত বলেন, রেফারি কিংবা ফুটবলারদের গায়ে কেউ হাত দেননি। দু’দলের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি হয়েছে। চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়েছে। কারা এ ধরনের ঘটনা ঘটাল খোঁজ নেওয়া হবে। যদিও মাঠে মারামারি নিয়ে চাচা ব্যাটালিয়নের কেউ কোনও মন্তব্য করতে চাননি।
20d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

ব্যবসা ভালো হবে। কেনাবেচা ক্রমশ বাড়বে। অর্থাগম ভাগ্য আজ অনুকূল। দেহে দুর্বলতা।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৮ টাকা৮৪.৪২ টাকা
পাউন্ড১০৯.৫৩ টাকা১১৩.১১ টাকা
ইউরো৯১.৭৫ টাকা৯৪.৯৫ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা