উত্তরবঙ্গ

পরিদর্শনের পরও ভাঙন মোকাবিলার কাজ শুরু হয়নি, আতঙ্কে ভূতনিবাসী

সংবাদদাতা, মানিকচক: ভূতনির কোশি নদীতে ভাঙন অব্যাহত। বাঁধ থেকে মাত্র ২০ মিটার দূরে নদী। শুক্রবার পর্যন্ত ভাঙন রোধে কোনও কাজ হয়নি বলে অভিযোগ। লাগাতার ভাঙনের জেরে সিঁদুরে মেঘ দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের ক্ষোভ, গঙ্গায় কোটি কোটি টাকা খরচে বাঁধের কাজ হচ্ছে। কিন্তু কোশি নদীর ভাঙন নিয়ে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। যদিও মানিকচক সেচ দপ্তরের এক আধিকারিক বলেন, ভাঙন পরিস্থিতির দিকে নজর রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ এলেই দ্রুত কাজ শুরু হবে।
স্থানীয়দের বক্তব্য, ভূতনির উত্তরচণ্ডী পঞ্চায়েতের কেশরপুর ভাঙন কবলিত এলাকা। কোশি নদী সংলগ্ন সেই এলাকায় বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভাঙন। ফুলহর নদীর জল কোশি নদীতে এসে জলস্রোত বেড়েছে। ভাঙছে নদী পাড়। দু’দিনে প্রায় ২০০ মিটার এলাকা নদীগর্ভে তলিয়ে গিয়েছে। বাঁধ থেকে মাত্র কয়েক মিটার দূরে রয়েছে নদী। বৃহস্পতিবার প্রশাসনিক আধিকারিকরা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। শুক্রবারও কাজ শুরু না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। 
স্থানীয় বাসিন্দা বীরবল মাহাতর অভিযোগ, যেখানে কাজ করা দরকার, তার উল্টোদিকে কাজ হচ্ছে। কোশি নদীর এই ভাঙন অব্যাহত থাকলে আগামী কয়েকদিনে বাঁধ তলিয়ে যাবে। আমরা আতঙ্কে রয়েছি। 
যদিও ভূতনিবাসীকে আশ্বাস দিয়েছেন মানিকচকের বিধায়ক সাবিত্রি মিত্র। তিনি বলেন, মালদহ জেলা প্রশাসন এবং সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে দ্রুত যাতে ভাঙন রোধে পদক্ষেপ করা হয় তার অনুরোধ জানিয়েছি। বেশ কয়েকটি জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলিও দ্রুত সংস্কার করতে বলেছি।
5d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে কিছুটা শুভ। খেলাধূলায় বিশেষ নৈপুণ্য প্রদর্শন। মানসিক দিকটি বিক্ষিপ্ত থাকবে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার ৮২.৬৩ টাকা৮৪.৩৭ টাকা
পাউন্ড১০৪.২২ টাকা১০৭.৬৮ টাকা
ইউরো৮৭.৮৯ টাকা৯১.০১ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা