উত্তরবঙ্গ

স্বাস্থ্য সচিবের নির্দেশের পরই সুপার স্পেশালিটি ব্লকে জেনারেল ও মেডিসিনের ইন্ডোর পরিষেবা

সংবাদদাতা, শিলিগুড়ি: রাজ্যের প্রধান স্বাস্থ্য সচিবের নির্দেশে অবশেষে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নবনির্মিত সুপার স্পেশালিটি ব্লকে ইন্ডোর পরিষেবা চালু হচ্ছে। তবে যে বিভাগগুলিকে চিহ্নিত করে সুপার স্পেশালিটি ব্লক তৈরি হয়েছিল, সেই বিভাগের ইন্ডোর পরিষেবা এখনই চালু হচ্ছে না। বরং পুরনো ভবন সংস্কারের জন্য জেনারেল সার্জারি ও মেডিসিন বিভাগের ইন্ডোর পরিষেবা এই ব্লকে সরিয়ে আনা হয়েছে। আর এতে চিকিৎসকদের একাংশ এই ব্লকে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবা চালুর ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। তাঁদের বক্তব্য, কার্ডিও, নিউরো, নোফ্রো, ইউরোলজি সহ কয়েকটি বিভাগের সুপার স্পেশালিটি পরিষেবা দেওয়ার জন্য এই ভবন তৈরি হয়েছে। প্রত্যেকটি বিভাগের সুবিধা ও প্রয়োজন মতো নকশা করে ভবন নির্মাণ হয়েছে। জেনারেল সার্জারি ও মেডিসিন বিভাগের ইন্ডোর পরিষেবা দেওয়ার কথা নয়। কিন্তু, এই ওয়ার্ডগুলিও নতুন ভবনে নিয়ে যাওয়া হলে সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবার জন্য চিহ্নিত বিভাগগুলিকে চালুর ক্ষেত্রে পরে জায়গার সমস্যা হবে। নতুন ভবনে পরিকল্পিত পরিকাঠামো ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে তারা সুপার স্পেশালিটি পরিষেবা চালু না করার ষড়যন্ত্র দেখছেন। 
সম্প্রতি রাজ্যের স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা কৌস্তভ নায়েক উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন। তিনি সুপার স্পেশালিটি ব্লক পরিদর্শন করে নতুন ভবন, কিছু চিকিৎসা সরঞ্জাম পড়ে থাকতে দেখে অবাক হন। সুপার স্পেশালিটি ইন্ডোর পরিষেবা চালু না হওয়া প্রসঙ্গে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, এখানে ক্যাথল্যাব আসতে কিছুদিন সময় লাগবে। তাই কার্ডিওলজি বিভাগ পূর্ণাঙ্গরূপে চালু সম্ভব নয়। তবে কিছু  সুপার স্পেশালিটি চিকিৎসা পরিষেবার প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্য ব্যবস্থা রয়েছে। সেগুলি ব্যবহার করে বিভাগগুলি দ্রুত চালুর ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।
সেইমতো সুপার স্পেশালিটি নতুন ভবনে ইন্ডোর পরিষেবা চালু হতে চলেছে। কিন্তু সুপার স্পেশালিটি বিভাগগুলি চালু হচ্ছে না। সুপার স্পেশালিটি ব্লকের নোডাল অফিসার উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, হাসপাতালের পুরনো ভবন সংস্কার চলছে। সেকারণে মেডিসিন, জেনারেল সার্জারি ও সার্জারি ইনসেন্টিভ কেয়ার ইউনিট সাময়িকভাবে সুপার স্পেশালিটি ব্লকে সরিয়ে আনা হচ্ছে। পুরনো ভবন সংস্কার হলেই এই বিভাগগুলি পুরনো ভবনে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে।
যদিও হাসপাতালের চিকিৎসকদের একাংশ এই বক্তব্যে বিশ্বাসী নন। তাঁদের প্রশ্ন, ইউরোলজি সহ যে সুপার স্পেশালিটি বিভাগগুলি চালু করা সম্ভব, সেগুলিও কেন চালু হচ্ছে না? ওই চিকিত্সদের মন্তব্য, সাধারণ ইন্ডোর বিভাগগুলি এখানে ঢুকিয়ে  সুপার স্পেশালিটি বিভাগগুলি চালুর ক্ষেত্রে জটিলতা তৈরি করা হচ্ছে।  ফাইল চিত্র
3d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

হস্তশিল্পীরা বিশেষ স্বীকৃতি ও সুনাম পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে চাপ। ব্যয় কিঞ্চিৎ বাড়তে পারে।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৮ টাকা৮৪.৩২ টাকা
পাউন্ড১০৩.৮৩ টাকা১০৭.৩০ টাকা
ইউরো৮৭.৯০ টাকা৯১.০৪ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা