উত্তরবঙ্গ

সরকারি জমিতে বোর্ড বসাতে গিয়ে ক্ষোভের মুখে সভাধিপতি

সংবাদদাতা, নকশালবাড়ি: সরকারি প্রকল্পে স্থানীয়দের বাধা। বিক্ষোভের মুখে স্বয়ং মহকুমা পরিষদের সভাধিপতি। শনিবার খড়িবাড়ির বুড়াগঞ্জে ফিকল ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে সরকারি বোর্ড বসাতে এসে এই পরিস্থিতিতে পড়তে হয় সভাধিপতি অরুণ ঘোষকে। তাঁদের দেখে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। দ্রুত ঘটনাস্থলে আসে বিশাল পুলিস বাহিনী। যদিও প্রশাসনের আশ্বাস পেয়ে স্থানীয়রা বিক্ষোভ তুলে নেন। পরে স্থানীয়দের বুঝিয়ে বোর্ড বসায় প্রশাসন।
বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েতের ডুমুরিয়া সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের পাশে ফিকল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমি চিহ্নিত ছিল। প্রকল্পের কাজ শুরুর আগে সরকারি জমিতে বোর্ড বসানোর কথা ছিল। এদিন সেখানে যান সভাধিপতি, মহকুমা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ কিশোরীমোহন সিংহ, খড়িবাড়ির বিডিও দীপ্তি সাউ, বুড়াগঞ্জ গ্ৰাম পঞ্চায়েত প্রধান অনিতা রায়। 
স্থানীয়দের অভিযোগ, সলিডওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জেরে এলাকায় দূষণ বেড়েছে। দুর্গন্ধে টেকা দায়। মাছির উপদ্রবে তাঁরা অতিষ্ঠ। এই পরিস্থিতিতে নতুন প্রকল্প হলে অবস্থা আরও শোচনীয় হয়ে উঠবে। স্থানীয় বাসিন্দা মিনা ওরাওঁ বলেন, আমরা চা বাগানে কাজ করে সংসার চালাই। কিন্তু এলাকায় দুর্গন্ধে টেকা যাচ্ছে না। আরও নতুন প্রজেক্ট হলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে পড়বে। সভাধিপতি আশ্বস্ত করে বলেন, এখানে ১১ একর সরকারি জমি রয়েছে। তা চিহ্নিত করতে বোর্ড লাগাতে এসেছিলাম। সরকারি জমি পুনরুদ্ধারের চেষ্টা করছি। ফিকল ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের জন্য জমি চিহ্নিত রয়েছে। মানুষকে সচেতন হতে হবে। 
এদিন বিডিওকে সামনে পেয়ে স্থানীয়রা এলাকায় পাট্টা প্রদানের দাবিতে স্মারকলিপি দেন। স্থানীয় বাসিন্দা নীরজ লাকড়া বলেন, দীর্ঘদিন ধরে এখানে আমাদের বসবাস। অথচ অনেকে নতুন এসেই পাট্টা পেয়ে যাচ্ছেন। আমরাই বঞ্চিত রয়েছি। সভাধিপতি বলেন, পাট্টার বিষয়টি আমরা দেখছি।  নিজস্ব চিত্র
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কর্মে অগ্রগতি হবে। চাকরিজীবীদের পদোন্নতি ও বদলির যোগ আছে। সৎজন সান্নিধ্যে মানসিক আনন্দ।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৫৭ টাকা৮৪.৩১ টাকা
পাউন্ড১০৩.৯০ টাকা১০৭.৩৫ টাকা
ইউরো৮৮.১৭ টাকা৯১.৩০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা