উত্তরবঙ্গ

হাসপাতালের প্রতীক্ষালয় বন্ধ, রোগীর পরিজনদের রাত কাটছে গাছের তলায়

সংবাদদাতা, চাঁচল: মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের প্রতীক্ষালয় বন্ধ থাকায় বিপাকে পড়েছেন রোগীর পরিজনরা। ভরা বর্ষায় বটগাছের তলায় আশ্রয় নিচ্ছেন তাঁরা। রাতে সমস্যা আরও বাড়ে। মশার কামড় খেয়ে রাত কাটাতে হয় তাঁদের। সবথেকে বেশি সমস্যায় পড়েন মহিলারা। তাঁরা যত্রতত্র বসেই সময় কাটিয়ে দেন। এপ্রসঙ্গে হাসপাতালের সহকারী সুপার ত্রিদিব মাইতি বলেন, প্রতীক্ষালয়ের কেয়ারটেকার না থাকায় নেশাগ্রস্তদের উপদ্রব বেড়েছিল। আরও পরিকাঠামো বাড়ানোর জন্য প্রতীক্ষালয়ে কাজ চলছে। টেন্ডার প্রক্রিয়া হলে দ্রুত তা চালু করা হবে। রাতে মহিলাদের হাসপাতাল চত্বরে আশ্রয় দেওয়া হয়।
চাঁচল মহকুমার রতুয়া ও হরিশ্চন্দ্রপুর সহ ছ’টি ব্লকের মানুষ এখানে চিকিৎসা পরিষেবা নিতে আসেন। রোগী ভর্তি থাকলে দূর থেকে আসা পরিজনদের রাত থাকতে হয়। যাঁদের সামর্থ্য রয়েছে, তাঁরা  টাকা দিয়ে হোটেলে রাত্রিযাপন করেন। কিন্তু গরীবরা বাধ্য হয়ে বটতলায় রাত কাটান। রতুয়ার আনেসা বেগমের কথায়, দাদা হাসপাতালে ভর্তি রয়েছে। রাতে বটগাছের তলায় ছিলাম। রাত গভীর হলে হাসপাতাল চত্বরে ঢুকে পড়ি। অনেকে বাইরেই রাত কাটিয়েছে। ভগবানপুরের সুশান্ত দাস বলেন, এক আত্মীয় হাসপাতালে ভর্তি রয়েছে। দেখতে এসে দীর্ঘক্ষণ গাছের তলায় বসে থাকতে হয়েছে। প্রতীক্ষালয়টি খোলা থাকলে আমাদের সুবিধে হত।  নিজস্ব চিত্র।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

কাজকর্মে আকস্মিক বিঘ্ন ও ভোগান্তি। আইনজীবী ও মুদ্রণ, কাগজ ও কৃষিজ পণ্যের ব্যবসায়ীদের শুভদিন।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৭০ টাকা৮৪.৪৪ টাকা
পাউন্ড১০৪.২৯ টাকা১০৭.৭৫ টাকা
ইউরো৮৮.২৩ টাকা৯১.৩৬ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা