উত্তরবঙ্গ

জলপাইগুড়িতে ডেঙ্গু দমনে প্রশাসনের বৈঠক

সংবাদদাতা, জলপাইগুড়ি: মুখ্যমন্ত্রীর নির্দেশ, রাজ্যে পতঙ্গবাহিত রোগ কড়া হাতে দমন করতে হবে। সেই নির্দেশ মেনেই বুধবার জলপাইগুড়ি সদর ব্লকের ১৪টি গ্রামপঞ্চায়েত প্রধান, উপপ্রধান, ভেক্টর কন্ট্রোল টিমকে নিয়ে বৈঠক করলেন সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী। উপস্থিত ছিলেন বিডিও মিহির কর্মকার, অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক শুভ্রদীপ সরকার, সদর পঞ্চায়েত সমিতির সভাপতি বিনয় রায় সহ অন্যরা। বৈঠকে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের কাজকর্ম নিয়ে আলোচনা হয়। কোনও কর্মীর কাজে ভুল হলে তা শুধরে দেওয়ার চেষ্টা করেন আধিকারিকরা। এদিন একই  বিষয় নিয়ে পৃথকভাবে বৈঠক করেছে জলপাইগুড়ি পুরসভা কর্তৃপক্ষ। 
জেলা স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, চলতি বছর জানুয়ারী থেকে জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯২ জন। এর মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকের ২৫ জন। এর পুরসভা এলাকায় ৩ জন। ময়নাগুড়ি ব্লকে ১৫ জন। তবে অন্যবছরের মতো এবার ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটা কম হলেও রোগ প্রতিরোধে খামতি রাখতে চাইছে না জেলা প্রশাসন। তাই প্রতিটি ব্লকেই ডেঙ্গু প্রতিরোধের কাজে জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। তিনি বলেন, সারা বছর পতঙ্গবাহিত রোগ প্রতিরোধের কাজ হয়। সুতরাং প্রচারের কোনও খামতি নেই। কিন্তু বৃষ্টি চলছে, বিভিন্ন জায়গায় জল জমছে। তাই সতর্ক থাকতে হবে। বহু মানুষ এখনও সচেতন নন।  
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৪.৯০ টাকা১০৮.৩৯ টাকা
ইউরো৮৮.৮১ টাকা৯১.৯৭ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা