উত্তরবঙ্গ

মাথাভাঙা থেকে গ্রেপ্তার টোটো চুরি চক্রের  আরও এক

সংবাদদাতা, ময়নাগুড়ি: টোটো চুরি চক্রের আরও এক পান্ডাকে গ্রেপ্তার করল ময়নাগুড়ি থানার পুলিস। মঙ্গলবার রাতে অভিযুক্তকে মাথাভাঙা থেকে গ্রেপ্তার করে আনে ময়নাগুড়ি থানার পিসি পার্টি। ধূপগুড়ি ও ফালাকাটায় অভিযান চালিয়ে ময়নাগুড়ি থানার পুলিস সম্প্রতি পাঁচটি চোরাই টোটো এবং দু’টি বাইক উদ্ধার করেছিল। চুরির অভিযোগে ধূপগুড়ির অজয় রায়, মনোজ রায় সহ ফালাকাটার জগা বর্মনকে গ্রেপ্তার করে পুলিস। মনোজকে পাঁচদিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্ত মনোজকে জিজ্ঞাসাবাদ করে আরও এক অভিযুক্তের খোঁজ পায় পুলিস। মঙ্গলবার রাতে অভিযুক্তকে মাথাভাঙা থেকে গ্রেপ্তার করে আনে পিসি পার্টি। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। পুলিস জানিয়েছে, কিছুদিন আগেই ময়নাগুড়ির বাসিন্দা জয় রায় টোটো চুরির অভিযোগ দায়ের করেন। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ও সোর্স মারফত খবর নিয়ে অভিযান করে পিসি পার্টি। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, অভিযুক্ত মনোজ ব্যাঙ্কে ঢোকা টোটোচালকের উপর নজরদারি করছেন। কিছুক্ষণ পর সেখানে ঢোকে অভিযুক্ত দীপক। একজন টোটোচালককের উপর নজরদারি চালায়। অপরজন টোটো নিয়ে চম্পট দেয়। পুলিস জানিয়েছে, টোটো চুরি করে পালিয়ে যাওয়ার সময় টোটো নিয়ে পড়ে যায় অভিযুক্ত দীপক। সেকারণে সে অসুস্থ অবস্থায় বাড়িতে ছিল। পুলিস বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। ময়নাগুড়ি থানার পক্ষ থেকে যে সমস্ত টোটো ও বাইক উদ্ধার হয়েছে, একে একে তার মালিকরা আসতে শুরু করেছেন। অভিযুক্ত মনোজ ফালাকাটায় টোটোটি বিক্রি করতে যায়। ঘোকসাডাঙা থানায় তার নামে আগে চুরির অভিযোগ রয়েছে। টোটো বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। তিনজন গ্রেপ্তার সহ টোটো ও বাইক উদ্ধার হয়। 
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা