উত্তরবঙ্গ

তিনবিঘা করিডর দেখতে বিধানসভার স্ট্যান্ডিং কমিটি, শীঘ্রই তৈরি হবে রিপোর্ট

সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা সহ আন্তর্জাতিক তিনবিঘা করিডরের উন্নয়নে জোর দিতে চলেছে রাজ্য সরকার। এই লক্ষ্যে বুধবার মেখলিগঞ্জ ব্লকের তিনবিঘা করিডর পরিদর্শন করল বিধানসভার পরিবেশ, বন ও পর্যটন বিষয়ক স্ট্যান্ডিং কমিটির প্রতিনিধি দল। ওই দলের নেতৃত্বে ছিলেন কমিটির চেয়ারম্যান শওকত মোল্লা। তাঁর সঙ্গে ছিলেন বিধায়ক খগেশ্বর রায়, অলোক জলদাতা, জয়দেব হালদার, রাজেন্দ্রপ্রসাদ সিং, রামেন্দু সিং রায়, সুদীপকুমার মুখোপাধ্যায় ও শঙ্কর ঘোষ। 
বুধবার দুপুরে তাঁরা তিনবিঘা করিডর ঘুরে দেখেন। কথা বলেন ওপারের বর্ডার গার্ড বাংলাদেশের কর্তাদের সঙ্গে। স্থানীয় বিএসএফ কর্তাদের সঙ্গে  বৈঠকেও মিলিত হন তাঁরা। পরিদর্শনের সময় প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন মেখলিগঞ্জের মহকুমা শাসক অতনুকুমার মণ্ডল, বিএসএফের কর্তা এবং তৃণমূলের কোচবিহার জেলা সহ সভাপতি লক্ষ্মীকান্ত সরকার। শওকত মোল্লা বলেন, তিনবিঘা করিডর এলাকার বর্তমান ছবি কেমন, তা জানতে এই পরিদর্শন। এখানকার উন্নয়ন সংক্রান্ত যেসব সমস্যা রয়েছে, পর্যটনের যা ছবি রয়েছে, সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করে রিপোর্ট বানিয়ে বিধানসভায় তুলে ধরবে স্ট্যান্ডিং কমিটি। বিষয়গুলি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে আনা হবে। তিনবিঘায় পানীয় জলের সমস্যা, আন্তর্জাতিক পর্যটনকেন্দ্র হওয়া সত্ত্বেও পর্যটনের পরিকাঠামো না থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শওকত সাহেব বলেন,  এলাকার পানীয় জলের সমস্যা সহ সবরকম সমস্যা নিয়ে আমরা জেলাশাসকের সঙ্গে আলোচনা করব। বিএসএফেরও কিছু সমস্যা রয়েছে। সেগুলি নিয়েও আমরা কথা বলব এবং সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। জেলা প্রশাসন আমাদের কাছে যা সুপারিশ করবে, সেই সুপারিশ মঞ্জুর করে এলাকার সার্বিক উন্নয়নের চেষ্টা করা হবে।
2d ago
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
খেলা
বিনোদন
ব্ল্যাকবোর্ড
শরীর ও স্বাস্থ্য
বিশেষ নিবন্ধ
সিনেমা
প্রচ্ছদ নিবন্ধ
আজকের দিনে
রাশিফল ও প্রতিকার
ভাস্কর বন্দ্যোপাধ্যায়
mesh

শ্লেষ্মা ও বাতজ রোগ বৃদ্ধিতে কাজকর্মে ব্যাঘাত। গৃহাদি নির্মাণ বা সংস্কারে শত্রুর বাধা। ধর্মে মতি।...

বিশদ...

এখনকার দর
ক্রয়মূল্যবিক্রয়মূল্য
ডলার৮২.৬৪ টাকা৮৪.৩৮ টাকা
পাউন্ড১০৫.২৩ টাকা১০৮.৭২ টাকা
ইউরো৮৯.০৪ টাকা৯২.২০ টাকা
[ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া থেকে পাওয়া দর ]
*১০ লক্ষ টাকা কম লেনদেনের ক্ষেত্রে
দিন পঞ্জিকা